৪ বছরের জন্য মোহনবাগান সুপার জায়েন্টে সই করলেন অভিষেক টেকচাম সিং। ক্লাব ফুটবল তো বটেই, ভারতীয় দলের হয়েও দারুণ ফুটবল খেলেছেন এই তারকা। সেই কারণেই এই তারকাকে দলে নিতে ঝাঁপিয়েছিল সবুজ-মেরুন শিবির। দুদিন আগেই শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে শহরে এসেছেন তিনি। সেই পরীক্ষায় পাস করার পর আজ বৃহস্পতিবার সকালে চুক্তিবদ্ধ হলেন। বিকেলেই দলের প্রাক মরসুম অনুশীলনে নেমে পড়ছেন তিনি।
আজ বিকেলেই মোহনবাগান সুপার জায়ান্টের ভারতীয় ফুটবলাররা সল্টলেক নিউটাউনের সেন্টার ফর এক্সেলেন্সের মাঠে প্রস্তুতিতে নামছেন সহকারী কোচ বাস্তব রায়ের তত্বাবধানে। লিস্টন কোলাসো, অনিরুধ থাপা, মনভীর সিংহ, বিশাল কাইথদের সঙ্গে সেখানেই ক্লাবের নতুন অনুশীলন জার্সি পরে নামবেন অভিষেক। অভিষেকের সুবিধা তিনি লেফট এবং রাইট ব্যাক দুই পজিসনেই খেলতে পারেন। উইং-এও খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
কেন মোহনবাগানকে বেছে নিলেন এই তারকা? সে কথা জানাতে গিয়ে অভিষেক বলেন, 'আমার কাছে দেশের অনেক নামী ক্লাবে খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু সব প্রস্তাব দূরে সরিয়ে রেখে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার কারণ, এটাই দেশের এক নম্বর ক্লাব বলে আমি মনে করি। মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া যায়। ট্রফি পাওয়া যায়। স্বপ্ন ছোঁয়া যায়। সবুজ মেরুন জার্সির ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে। এই ক্লাব দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমারও ইচ্ছে এই ক্লাবের জার্সি পরে ট্রফি জেতা।'
এবার অভিষেকের লক্ষ্য আইএসএল জেতা। সবুজ-মেরুন শিবিরে যোগ দিয়ে অভিষেক বলেন, 'পঞ্জাবের জার্সিতে আই লিগ ট্রফি জিতেছি। কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা আইএসএল লিগ বা শিল্ড কখনও জিতিনি। আশা করি মোহনবাগান জার্সিতে সেই স্বপ্ন পূরণ করতে পারব। দেশের অনেক তারকা ফুটবলার এখানে খেলে। ওদের সঙ্গে খেললে বা অনুশীলন করলে আমি উপকৃত হব। ওদের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই এখন আমার লক্ষ্য। ভারতীয় দলের হয়ে খেলে খেললেও এ এফ সি চ্যাম্পিয়নিপে কখনও খেলিনি। সেই স্বপ্নও পূরণ করতে চাই। আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত।'
সমর্থকদের কথা মাথায় রেখেই মোহনবাগানে এসেছেন অভিষেক। বলেন, 'ভারতীয় ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থক সংখ্যা সবথেকে বেশি। ক্লাবের প্রচুর ফ্যানস ক্লাব আছে বলে শুনেছি। যাঁরা মাঠে এসে বা সোস্যাল মিডিয়ায় দলকে নানাভাবে সাহায্য করে। সেগুলো আমি দেখেছি। আর দেখেছি ডার্বির উন্মাদনা। এতদিন সবকিছুই দেখেছি মোবাইলে বা ল্যাপটপে অথবা টিভিতে। এবার মাঠে সেই উত্তেজনা দেখতে পাব এবং উপভোগ করব। ইতিমধ্যেই প্রচুর ফ্যানস আমার সঙ্গে নানাভাবে যোগাযোগও করেছে। তাদের কথা দিচ্ছি, আমি আপনাদের ইচ্ছাপূরণের চেষ্টা করব।'