Advertisement

Mohun Bagan: প্র্যাক্টিসে চোট পেয়েছিলেন, ডায়মন্ডহারবার ম্যাচ খেলবেন আপুইয়া, সুহেল?

মঙ্গলবার মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন চলাকালীন একেবারে শেষ দিকে গ্লেন মার্টিন্সের কড়া ট্যাকলে বাঁ পায়ে চোট পেয়েছিলেন আপুইয়া রালতে। শুরুতে যন্ত্রণায় কাতরালেও তারপর খৌড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। সেই দৃশ্য দেখে চিন্তায় পড়ে যান সমর্থকরা। তবে সেই চিন্তায় খানিকটা স্বস্তি পেতে পারেন সবুজ-মেরুন জনতা।

সুহেল ভাট, আপুইয়া রালতেসুহেল ভাট, আপুইয়া রালতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 1:34 PM IST

মঙ্গলবার মোহনবাগান সুপার জায়েন্টের অনুশীলন চলাকালীন একেবারে শেষ দিকে গ্লেন মার্টিন্সের কড়া ট্যাকলে বাঁ পায়ে চোট পেয়েছিলেন আপুইয়া রালতে। শুরুতে যন্ত্রণায় কাতরালেও তারপর খৌড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। সেই দৃশ্য দেখে চিন্তায় পড়ে যান সমর্থকরা। তবে সেই চিন্তায় খানিকটা স্বস্তি পেতে পারেন সবুজ-মেরুন জনতা।

কেমন আছেন আপুইয়া?
কারণ যা খবর, আপুইয়ার চোটের অবস্থা গুরুতর নয়। বুধবার ছুটি থাকায় পুরো বিশ্রামই নিয়েছেন আপুইয়া। হাঁটাচলাও আগের থেকে খানিকটা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখন প্রশ্ন, শনিবার ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার ম্যাচে কি পাওয়া যাবে আপুইয়াকে? যা খবর, বৃহস্পতিবার ও শুক্রবারের অনুশীলন দেখেই আপুইয়াকে নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন জোসে মোলিনা। 

ডায়মন্ড হারবার ম্যাচে খেলবেন তারকা ফুটবলার?
তবে ম্যানেজমেন্ট আপুইয়াকে নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন জোসে মোলিনা। তবে ম্যানেজমেন্ট আশাবাদী, ডায়মন্ড ম্যাচ খেলতে পারবেন আপুইয়া। এদিকে সুহেল আহমেদ ভাটের চোটও খুব একটা আশঙ্কাজনক না হলেও ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে খেলতে পারবেন কিনা, সেটি এখনও স্পষ্ট নয়। যা খবর, বৃহস্পতিবার মাঠে নেমে রিহ্যাব শুরু করবেন সুহেল। সেখানে বোঝা যাবে কতটা ফিট তিনি।

দারুণ ছন্দে মোহনবাগান
ডুরান্ড কাপে শুরু থেকেই ভাল ছন্দে মোহনবাগান। মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে জেতার পর, বিএসএফকে ৪ গোলে উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন। এবার সামনে কিবু ভিকুনার দল। মোহনবাগান এই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস। লিস্টন কোলাসো দারুণ ছন্দে। মনবীর সিংও দারুণ খেলছেন। তবে দুর্বল বিএসএফ ম্যাচেও দুইবার গোল খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল মোহনবাগানের। বিশেষ করে শুরুর দিকে। 

তাই শুরুর দিক থেকে দলের ডিফেন্ডারদের ভাল পারফর্ম করতে হবে। তবে লুকা মাজশেন দারুণ ছন্দে। সুযোগ পেলেই গোল করে দিতে পারেন তিনি। শুধু তিনি নন, ব্রাজিলের স্ট্রাইকার ক্লেটন ফার্নান্দেস সিলভাও দারুণ খেলছেন। ফলে সতর্ক থাকতে হবে মোহনবাগানকে।     

Read more!
Advertisement
Advertisement