আসন্ন এএফসি এসিএল ২-এর আগে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবির পরিণত হয়েছে মিনি হাসপাতালে। এর আগে চোটের কবলে ছিলেন মনবীর সিং (Manvir Singh), শুভাশিস বোস এবং কিয়ান নাসিরির (Kiyan Nasiri) মত ফুটবলার। বৃহস্পতিবার অনুশীলনের মাঝেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আরেক ফুটবলার অনিরুদ্ধ থাপা (Aniruddha Thapa)।
একের পর এক ফুটবলারের চোট
শুক্রবারেও মূলত মেডিকেল রুমেই ছিলেন অনিরুদ্ধ থাপা। শনিবার অনুশীলনে এসেছিলেন, তবে মাঠে নামেননি তিনি। শুরু থেকেই মেডিকেল রুমে ছিলেন থাপা। দলের অনুশীলন শেষ হওয়ারও প্রায় আধা ঘন্টা পরে, ডানপায়ে ব্যান্ডেজ বেঁধে মাঠ ছাড়তে দেখা গেছে তাঁকে। এদিকে শুরুতে দলের সঙ্গে অনুশীলন না করলেও, শেষে দীর্যক্ষণ মাঠে ঘাম ঝরাতে দেখা যায় মনবীর সিংকে। এছাড়াও এদিন অনুশীলন করেননি জেমি ম্যাকলারেন এবং আলবার্তো রদ্রিগেজ। ফলে বোঝাও যাচ্ছে, বিরাট চাপে রয়েছে মোহনবাগান দল।
ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান
মরসুমের শুরুটা একেবারেই ভাল হয়নি গতবারের আইএসএল লিগ শিল্ড ও আইএসএল চ্যাম্পিয়নদের জন্য। আর সেই কারণেই এএফসি কাপ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তাঁরা। জোরদার অনুশীলন চললেও, এই চোট সমস্যা চাপে রাখছে সবুজ-মেরুন ম্যানেজমেন্টকে। ডুরান্ড কাপের ডার্বি হারের পর কি আর কোনও ফুটবলার সই করাব না মোহনবাগান সুপার জায়েন্ট? ময়দানে কান পাতলেই এ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। শনিবার মোহনবাগান জনতাকে আস্বস্ত করে, রক্ষণকে আরও শক্তিশালী করতে, মুম্বই সিটি এফসি থেকে যোগ দিলেন মেহতাব সিং। দীর্ঘমেয়াদি চুক্তিতে মেহতাবকে ঘরে তুলল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।
অনুশীলনে নেমে পড়লেন মেহতাব
শনিবার নিজেদের সমাজমাধ্যমে তাঁর নাম সরকারিভাবে ঘোষণাও করেছে মোহনবাগান। নাম ঘোষণা করার পর, বিকেলেই বাগান অনুশীলনেও নেমে পড়লেন পঞ্জাবি এই ডিফেন্ডার। অনুশীলনে এসে দলের সকল সতীর্থদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিলেন মেহতাব। তারপর গোটা দলের সঙ্গে এদিনের অনুশীলনে দীর্ঘক্ষণ শারীরিক কসরত করতে দেখা গেছে মেহতাব সিংকে। এছাড়া বেশ কিছুক্ষণ দলের সঙ্গে বল পয়েও অনুশীলন করেছেন তিনি।
রবিবার কলকাতা লিগে নামছে সবুজ-মেরুন
অন্যদিকে রবিবার কলকাতা লিগের ম্যাচে সিএসএস স্পোটিংয়ের মুখোমুখি হবে মোহনবাগান। সেই ম্যাচে নামার আগে ডেগি কার্ডেফো জানিয়েছেন, 'বিএসএস ভাল প্রতিপক্ষ। চেষ্টা করবো ভাল ফুটবল খেলে তিন পয়েন্ট তুলে নিতে'।