Advertisement

Mohun Bagan Super Giant: ডার্বি জিতেও তুষ্ট নন মলিনা, খালিদের ডিফেন্স ভাঙতে মোহনবাগানের নতুন ছক

খালিদ জামিলের (Khalid Jamil) শক্তিশালী রক্ষণ ভাঙতে উইং প্লের উপর জোর দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ডার্বি (Kolkata Derby) ম্যাচ জিতলেও, ইস্টবেঙ্গল (East Bengal) ডিফেন্স ভাঙতে উইংপ্লে সেভাবে দেখা যায়নি। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি মনবীর সিং (Manvir Singh) ও লিস্টন কোলাসো (Liston Colaco)। তবে জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে দুই উইঙ্গারের ফর্মে ফেরার দিকে তাকিয়ে মোহনবাগান কোচ হোসে মলিনা। 

মোহনবাগান দলমোহনবাগান দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 11:15 AM IST

খালিদ জামিলের (Khalid Jamil) শক্তিশালী রক্ষণ ভাঙতে উইং প্লের উপর জোর দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ডার্বি (Kolkata Derby) ম্যাচ জিতলেও, ইস্টবেঙ্গল (East Bengal) ডিফেন্স ভাঙতে উইংপ্লে সেভাবে দেখা যায়নি। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি মনবীর সিং (Manvir Singh) ও লিস্টন কোলাসো (Liston Colaco)। তবে জামশেদপুরের (Jamshedpur FC) বিরুদ্ধে দুই উইঙ্গারের ফর্মে ফেরার দিকে তাকিয়ে মোহনবাগান কোচ হোসে মলিনা। 

আইএসএল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান বজায় রাখতে হলে, সব ম্যাচই জিততে হবে। মহমেডানের বিরুদ্ধে বেঙ্গালুরু এফসি হেরে গেলেও, একটু মনঃসংযোগের অভাব ঘটলেই সেই জায়গা খোয়াতে হতে পারে মোহনবাগানকে। টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জেতার লক্ষ্যে এগিয়ে যাওয়া মলিনার দলের তাই জয় ভীষণ দরকারি। তবে ভরসা দিচ্ছে আগের লেগের ফল। সেবার ৩-০ গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার যদিও ম্যাচ জামশেদপুরের ঘরের মাঠে। সেখানে গিয়ে তিন পয়েন্ট নিয়ে আসা যে দারুণ চ্যালেঞ্জিং তা মানছেন মোহনবাগান কোচ মলিনা। 

বুধবার সাংবাদিক সম্মেলনে মলিনা বলেন, 'সম্প্রতি ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে জামশেদপুর এফসি। জামশেদপুরকে হারাতে হলে আমাদের আরও ভালো কিছু করতে হবে। ওদের মাঠে ওদের হারানো কখনোই সহজ নয়।' চলতি আইএসএলের প্রথম সাক্ষাতে খালিদ জামিলের দলকে ৩-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। 

লিস্টন কোলাসো ও মনবীর সিং

এবারের লড়াইটা সহজ হবে না বলেই মনে করছেন মোহনবাগান কোচ। তিনি আরও বলেন, 'বড় ম্যাচ জিতলেও, আমাদের কাছে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা জানি আমাদের কাছে প্রতিটা ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। জামশেদপুরকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে পারলে, আমরা লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যাব।'

বুধবার অনুশীলনে বেশ হাসিখুশি মেজাজেই দেখা গেল সবুজ-মেরুন ফুটবলারদের। গ্রেগ স্টুয়ার্ট থেকে আপুইয়া, সকলেই চাইছেন কঠিন ম্যাচে নিজেদের ছাপিয়ে যেতে। জামশেদপুরে গ্রেগ স্টুয়ার্টকে শুরু থেকেই ব্যবহার করতে চাইছেন মোলিনা। এখন দেখার জামশেদপুর বধে কেমন হয় মোলিনার দলের প্রথম একাদশ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement