Advertisement

Mohun Bagan Transfer News: বুন্দেসলিগার তারকাকে সই করাচ্ছে মোহনবাগান, বাদ পড়ছেন কে?

গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Suoer Giant) টিম ম্যানেজমেন্ট। দলকে আরও শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার জ্যাকসন ইরভিনের (Jackson Irvine) সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। বুন্দেসলিগা খেলা এই ফুটবলার এর আগে খেলেছেন এফসি সেন্ট পাউলিতে। এমনটাই সূত্রের খবর। গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পর ফুটবলারদের ছুটি দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। 

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2025,
  • अपडेटेड 11:43 AM IST

গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Suoer Giant) টিম ম্যানেজমেন্ট। দলকে আরও শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার জ্যাকসন ইরভিনের (Jackson Irvine) সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারা। বুন্দেসলিগা খেলা এই ফুটবলার এর আগে খেলেছেন এফসি সেন্ট পাউলিতে। এমনটাই সূত্রের খবর। গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পর ফুটবলারদের ছুটি দিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মলিনা। 

প্লে অফের প্রস্তুতি শুরু মোহনবাগানের
তারপর গত মঙ্গলবার থেকে প্লে অফের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। মেদ ঝরানোর জন্য চলছে কঠোর অনুশীলন। এর মধ্যে শুধু আশিস রাই, মনবীর ও ম্যাকলারেন চোট কাটিয়ে ফিট হওয়ার জন্য সেই অনুশীলন থেকে ছাড় পেয়েছেন। আশিস ও ম্যাকলারেন গোয়া ম্যাচেই চোট পান। মনবীরের চোট লাগে জাতীয় শিবিরে। এর মধ্যে আশিস অনেকটাই ঠিক হয়ে গেছেন। প্লে অফ সেমিফাইনালের কথা মাথায় রেখে ম্যাকলারেনকে বাড়তি চাপ দিচ্ছেন না মোলিনা। 

কারণ তিনিই এই মহূর্তে দলের সর্বোচ্চ গোলদাতা। ম্যাকলারেন ইনস্টাগ্রামে মন্তব্যও করেছেন, শিল্ড জয়ের পর প্লে অফ কাপটাও জিততে চাই। দ্বিমকুটের স্বাদ পেতে মুখিয়ে আছি। একইসঙ্গে মেলবোর্ন সিটির হয়ে ডার্বিতে তিনি সর্বাধিক গোল করেছিলেন। এখানে মোহনবাগান জার্সিতেও কলকাতা ডার্বিতে সর্বাধিক গোলের অধিকারী হতে চান। মনবীরের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আপাতত ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাবে রয়েছেন তিনি।

তবে লিগ শিল্ড জেতার পর কাপ জেতার জন্য আরও মরিয়া লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সবুজ-মেরুন। ৩ এপ্রিল আইএসএলের প্রথম সেমি-ফাইনালে মনবীরকে পাওয়ার আশায় থিঙ্কট্যাঙ্ক। উল্লেখ্য, জাতীয় দল থেকে চোট নিয়ে ফিরেছেন সবুজ-মেরুন উইঙ্গার। শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বরফ বেঁধে সাইডলাইনে বসেছিলেন মনবীর। ফিজিওর কাছে প্রাকটিস করছেন জেমি ম্যাকলারেন ও আশিস রাই। বাকিরা পুরোদমে গা ঘামাচ্ছেন কোচ মোলিনার তত্ত্বাবধানে। হাতে সময় থাকায় ফুটবলারদের ফিট হওয়ার সময় দিচ্ছেন স্প্যানিশ হেডস্যার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement