আইএসএল লিগ-শিল্ড জিতে আবারও ভারতসেরা হলেও কাজ শেষ হয়নি মোহনবাগান সুপার জায়েন্টের। প্লে-অফের সূচি নির্ধারিত হয়েছে। আইএসএল কাপ ঘরে তুলে দ্বিমুকুট জেতাই লক্ষ্য এখন জেসন কামিন্সদের। মঙ্গলবার থেকে তার প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে। এরপর মরসুম শেষের সুপার কাপ থাকলেও মোহনবাগানের লক্ষ্য থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ভাল ফল করা। তার জন্য দুর্দান্ত ভারসাম্যযুক্ত সেট টিম ধরে রাখার পাশাপাশি কয়েকটি জায়গায় বিকল্প নিতে চাইছে ম্যানেজেন্ট। প্রাথমিক সিদ্ধান্ত, দু'একজন ভারতীয় ডিফেন্ডার সই করানো হতে পারে।
অধিনায়ক শুভাশিস বসু সবুজ-মেরুন রক্ষণে এবার ভরসা দিয়েছেন। দুর্গ আগলানোর পাশাপাশি উপরে উঠে ছ'টি গোলও করেছেন আইএসএলে। একজন স্ট্রাইকারকে লজ্জায় ফেলবে বঙ্গ ডিফেন্ডারের পারফরম্যান্স। কিন্তু ৩০ বছরের লেফট ব্যাকের উপযুক্ত বিকল্প তৈরি রাখতে চান মোহনবাগান কোচ জোসে মলিনা। স্প্যানিশ কোচ এখনও নতুন মরসুম নিয়ে তাঁর পরিকল্পনা ক্লাবকে জানাননি। আইএসএল শেষে আলোচনায় বসবেন। নিজের সম্ভাব্য চুক্তিবৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হলেই নতুন ফুটবলার রিক্রুটমেন্ট নিয়ে মতামত দেবেন মলিনা।
সূত্রের খবর, লেফট ব্যাক পজিশনে শুভাশিসের ব্যাক আপ হিসেবে পাঞ্জাবের টেকচাম অভিষেক সিংকে পছন্দ কোচের। অভিষেক মূলত রাইট ব্যাকে খেললেও বাঁ-দিকেও সমান স্বচ্ছন্দ মণিপুরী তরুণ। একইসঙ্গে উইং ব্যাকেও সমান কার্যকরী। তবে অভিষেকের সঙ্গে পঞ্জাবের আরও এক মরসুম চুক্তি থাকায় তাঁকে দলে নিতে হলে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে।
একইভাবে মোহনবাগানের নজরে রয়েছে মুম্বই সিটি এফসি-র সেন্টার ব্যাক মেহতাব সিংও। মুম্বইয়ের সঙ্গেও আরও এক বছরের চুক্তি রয়েছে মেহতাবের। ফলে ট্রান্সফার ফি দিয়েই মেহতাব, অভিষেককে নিতে হবে। কিন্তু বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কাউকে দলে নিতে আগ্রহী নয় মোহনবাগান। প্রয়োজনে রিজার্ভ দল থেকেও ডিফেন্ডার পছন্দ করতে পারেন মোলিনা। আপাতত ধীরে চলো নীতি ম্যানেজমেন্টের।
বিদেশিদের মধ্যে টম অলড্রেড ও গ্রেগ স্টুয়ার্টের চুক্তি শেষ হচ্ছে। সব কিছু ঠিক থাকলে টমের সঙ্গে নতুন চুক্তি হবে। তবে স্টুয়ার্টকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর চোট প্রবণতাই ভাবাচ্ছে বাগান ম্যানেজমেন্টকে। স্কটিশ প্লে-মেকার না থাকলে একজন নামী বিদেশি অ্যাটাকিং মিডিও নেওয়ার ভাবনা রয়েছে ক্লাবের।