শনিবার এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে আইএসএল-এর (ISL) শেষ লিগ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। তবে সেই ম্যাচে একাধিক তারকা ফুটবলারকে খেলাতে পারছেন না হোসে মলিনা (Jose Molina)। তার মূল কারণ, কার্ড সমস্যা। ইতিমধ্যে তিনটে কার্ড দেখে রয়েছেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren) । প্লে অফের আগে তাঁকে খেলানোটা উচিত হবে কিনা সেটাই বড় প্রশ্ন।
প্র্যাকটিসে দেখা গেল শুরুতে সবাই মাঠে নামলেন। কিন্তু জেমি ম্যাকলারেন নেই। অনেক পরে প্র্যাকটিসে নামলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হল, তাহলে কি শনিবারের ম্যাচে শুরুতে জেসন কামিন্স (Jesson Cummings) আর দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)? রয় কৃষ্ণ বিদায় হওয়ার পর সবুজ-মেরুন জার্সিতে মোহনবাগান নৌকোর হাল ধরেছিলেন দিমিত্রি। কিন্তু সেই দিমিত্রি আর এই মরসুমের দিমিত্রিতে অনেকটাই পার্থক্য।
ম্যাকলারেন আসার পর বেশিরভাগ ম্যাচেই দিমিত্রিকে কাটাতে হয়েছে মাঠের বাইরে বেঞ্চে বসে। তারপরেও ওড়িশা ম্যাচে তাঁর পায়ের ছোঁয়াতেই এসেছে এই মরসুমের লিগ-শিল্ড। এই অবস্থায় যে কোনও তারকা ফুটবলারের ইগোতেই প্রবল আঘাত আসতে বাধ্য। বিশেষ করে তিনি যদি দিমিত্রির মতো বিশ্বকাপ খেলা ফুটবলার হন। কিন্তু পেশাদার ফুটবলারের মতোই কথা বলে গেলেন, গ্রুপ লিগের শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে। 'ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সটাই আগে। কোচ আমাকে দলের প্রয়োনে যেভাবে ব্যবহার করবেন, সেভাবেই আমি খেলতে রাজি। আমার একমাত্র কাজ কোচের নির্দেশ মতো দলকে জেতাতে সাহায্য করা।'
গ্রুপ লিগের পরই দলের সাতজন ফুটবলার চলে যাবেন জাতীয় শিবিরে। যেখানে কোচ আবার মানোলো মার্কুয়েজ। যে মানোলোর কোচিংয়ে গ্রুপ্রের শেষ ম্যাচে এফসি গোয়া খেলতে নামবে মোহনবাগানের বিরুদ্ধে। তারপর প্লে অফে খেলার আগেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা চলে যাবেন এমন কোচের প্র্যাকটিসে, যিনি প্লে অফে প্রতিপক্ষ দলের কোচ। এই অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই মোহনবাগান কোচ মলিনা বললেন, 'এই ব্যাপারে কী-ই বা বলতে পারি? এটুকুই বলা যায়, মানোলো মার্কুয়েজের উপরে আমার ভরসা রয়েছে।'
এ সব অনেক পরের ব্যাপার। তার আগে শনিবার এফসি গোয়াকে হারিয়ে শিল্ড হাতে নিয়ে মোহনবাগান ফুটবলাররা যুবভারতীতে উৎসবটা তো ভালোভাবে করে নিন।