Advertisement

Mohun Bagan Super Giant vs Hyderabad FC: হায়দরাবাদের বিরুদ্ধে ফিরছেন স্টুয়ার্ট, কেমন হতে পারে মোহনবাগানের দল?

বৃহস্পতিবার বছরের প্রথম ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে মরিয়া সবুজ-মেরুন। বছরের প্রথম ম্যাচে মোহনবাগান সমর্থকরা খেলা দেখতে পারবেন বিনামুল্যে। কারণ মোহনবাগানের বিনিয়োগকারী সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এই ম্যাচের টিকি ফ্রি ঘোষণা করেছিলেন। দলে আসছেন গ্রেগ স্টুয়ার্ট। 

greg stuart greg stuart
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 4:19 PM IST

বৃহস্পতিবার বছরের প্রথম ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে মরিয়া সবুজ-মেরুন। বছরের প্রথম ম্যাচে মোহনবাগান সমর্থকরা খেলা দেখতে পারবেন বিনামুল্যে। কারণ মোহনবাগানের বিনিয়োগকারী সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এই ম্যাচের টিকি ফ্রি ঘোষণা করেছিলেন। দলে আসছেন গ্রেগ স্টুয়ার্ট। 

এবার মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা দিলেন বড় আপডেট ফুটবলার নিয়েও। ম্যাচের আগে তিনি বললেন, হায়দরাবাদ পয়েন্ট তালিকায় নিচে থাকলেও তাঁর দল ৯০ মিনিটই দৌড়াবে, আর পয়েন্ট তুলতে চাইবে। দিমিত্রি পেত্রাতোসের কয়েক ম্যাচ আগে চোট লাগলেও গ্রেগ স্টুয়ার্টের চোট গত মাসের শুরু থেকেই ভুগিয়েছে দলকে। আর গোটা দলেরই মাঝমাঠের চালিকাশক্তি এই স্কটিশ ফুটবলার, তাই তাঁর না থাকা আরও সমস্যায় ফেলে দিয়েছিল মোহনবাগানকে। যদিও নতুন বছরের প্রথম ম্যাচেই তিনি ফিরছেন।

ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে আসেননি মনবীর। দলের বাকি ফুটবলারদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি অজি তারকা দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে আপুইয়া সহ আশিক কুরুনিয়ানের মতো ফুটবলাররা। মূলত মাঠের সাইড লাইনেই রিহ্যাব সারতে দেখা যায় তাঁদের সকলকে। যার ফলে এই ম্যাচে দেখা যাবে না এই তিন ফুটবলারকে‌। তবে ঠিকঠাক থাকলে হায়দরাবাদ এফসির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্ৰেগ স্টুয়ার্টকে নামাতে পারেন জোসে মোলিনা‌। 

মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে আইএসএল পয়েন্ট তালিকায় সবার ওপরে। শেষ দশ ম্যাচে মাত্র ১টি ম্যাচে হেরেছে বাগান। এবারেও শিল্ড জয়ের দৌড়ে থাকতে নতুন বছরে লিগের তলানিতে থাকা দলের বিরুদ্ধে হোম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না বাগান কোচ মোলিনা। ১১ তারিখ রয়েছে বড় ম্যাচ। সেই ম্যাচ নিয়ে জটিলতা থাকলেও বাগান কোচ চাইবেন আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জায়গায় থাকার জন্যই এই ম্যাচ জিততে। 

মোহনবাগান শেষ পাঁচটা হোম ম্যাচই জিতেছে, সেখানে হায়দরাবাদ এফসি গত দুটো অ্যাওয়ে ম্যাচে গোলের দেখাই পায়নি। এই অবস্থায় বাগানে ফিরতে পারেন স্টুয়ার্টও। হায়দরাবাদের মুখোমুখি হওয়ার আগে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে মোলিনা বলছেন, ‘এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট মাঠে ফিরবে। ও ১০০ শতাংশ ফিট নয়, কিন্তু ও থাকবে স্কোয়াডে। পেত্রাতোস এখনও চোট কাটিয়ে উঠছে, ওকে আরেকটু সময় দিতে হবে। আশিক কুরুনিয়ানও রিকভারি প্রশেসে আসে, ওকে পাওয়া যাবে না এই ম্যাচে ’। 

Advertisement

কোচ মোলিনা জানিয়ে দিলেন, ‘মনবীরের বিয়ে হচ্ছে, তবে ও আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। ও শেষ কয়েকদিন অনুশীলন না করলেও ওকে দলে চাই। আমাদের রিজার্ভে থাকবে মনবীর ’ ডিফেন্ডার টম আলদ্রেদ বললেন, ‘দিমি আর স্টুয়ার্ট ফিট হচ্ছে আসতে আসতে। এটা আমাদের দলের জন্য বাকি মরশুমের দিক থেকে ভালো বিষয়। ওরা ফুল ফিট হোক বা না হোক, আমাদের ক্লিনশিট রাখতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে’। 

Read more!
Advertisement
Advertisement