Advertisement

Mohun Bagan Super Giant: মোহনবাগানের লিগ শিল্ড জিততে আর কত পয়েন্ট দরকার? কেরল ম্যাচে ৩ তারকা নেই

লিগের আট নম্বরে থাকা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগেও সতর্ক শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট থাকলেও কেরলের ঘরের মাঠে ম্যাচ। তার উপর আবার আত্মতুষ্টি গ্রাস করতে পারে। পাশাপাশি চোট ও কার্ড সমস্যায় নেই দলের তিন বড় তারকা। তাই হোসে মলিনা রবিবারের ম্যাচ নিয়ে বেশ সতর্ক।

mohun baganmohun bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2025,
  • अपडेटेड 12:36 PM IST

লিগের আট নম্বরে থাকা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগেও সতর্ক শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়েন্ট। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট থাকলেও কেরলের ঘরের মাঠে ম্যাচ। তার উপর আবার আত্মতুষ্টি গ্রাস করতে পারে। পাশাপাশি চোট ও কার্ড সমস্যায় নেই দলের তিন বড় তারকা। তাই হোসে মলিনা রবিবারের ম্যাচ নিয়ে বেশ সতর্ক।

লিগ শিল্ড জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছেন জেসন কামিন্সরা। তাই এখান থেকে আর কোনও ভুল করতে চাইছেন না মলিনা। তাই লিগ শিল্ড নিয়ে অতিরিক্ত চর্চা না করে লিগের বাকি চারটি ম্যাচকে খুবই গুরুত্ব দিচ্ছেন মলিনা। যদিও কেরালার বিরুদ্ধে কার্ড সমস্যার জন্য নেই গ্রেগ স্টুয়ার্ট। চোটের জন্য নেই আশিস রাই, সাহাল আব্দুল সামাদরাও। তিন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন মোহনবাগান কোচ।

ইতিমধ্যেই ম্যাজিক ফিগার নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কত পয়েন্ট পেলে জেমি ম্যাকলারেনরা লিগ শিল্ড জিতবেন, এই প্রশ্ন উঠলেই সযত্নে এড়িয়ে যাচ্ছেন মেলিনা। শুধু বলছেন, ম্যাজিক ফিগারের দিকে নজর না দিয়ে আপাতত একটি একটি করে ম্যাচে ফোকাস করতে চান। তিনি বলছেন, 'আমি জানি না ম্যাজিক ফিগার কত। শুধু জানি কেরালা ম্যাচটা জিতলে শিল্ডের আরও সামনে এগিয়ে যাওয়া যাবে। তবে এখনও আমাদের সতর্ক থাকতে হবে।'

শুক্রবারের অনুশীলনে দেখা যায়নি সাহাল আব্দুল সামাদ ও আশিস রাইকেও। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার আশিক কুরুনিয়ান বলছেন, লিগ শিল্ড জিততে গেলে এখনও দুটি জয় প্রয়োজন। 'এখনও আমরা লিগ শিল্ড জিতছি বলতে পারব না। তার জন্য আরও দুটো জয় প্রয়োজন। যেভাবে আগের ম্যাচগুলো খেলেছি, ঠিক একইভাবে আমরা বাকি ম্যাচগুলো খেলতে চাই।' আশিক গতবার চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। এবার চোট কাটিয়ে ফিরলেও এখনও পর্যন্ত পুরো ফিট হয়ে নিজেকে পুরনো ছন্দে মেলে ধরতে পারেননি তিনি। যদিও তাঁর আশা, ধীরে ধীরে নিজেকে ফের পুরনো ফর্মে ফিরে পাবেন। এদিন অবশ্য পুরোদমেই প্র্যাকটিস করেন অনিরুদ্ধ থাপা। যদিও কেরালার বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা কম। অ্যাওয়ে ম্যাচ খেলতে শুক্রবার কোচি যাচ্ছে মোহনবাগান।

Advertisement

এদিকে এদিন আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে ০-২ গোলে হেরে গিয়ে লিগ শিল্ডের দৌড়ে মোহনাগানের থেকে আরও পিছিয়ে পড়ল জামশেদপুর। এই হারের সুবাদে তৃতীয় স্থানে থাকা জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের পয়েন্টের তফাত হয়ে গেল ১২ পয়েন্টের। বৃহস্পতিবার নর্থ-ইস্টের হয়ে জোড়া গোল করেন আলাদিন আজেরাই।

Read more!
Advertisement
Advertisement