Advertisement

Mohun Bagan: কবে আসছেন পেত্রাতোস? এখনও ভিসা পাননি মোহনবাগান কোচ

এখনও আসেননি হেডকোচ সের্জিও লোবেরা। ভিসা সমস্যায় আটকে থাকলেও, মোহনবাগান অনুশীলনের রিমোট তাঁরই হাতে। ভার্চুয়ালি সবটা সারছেন তিনি। ভিসা পেলেই তিনি চলে আসবেন। দলের সঙ্গে এখনও যোগ দেননি দিমিত্রি পেত্রাতোস। কবে তাঁরা যোগ দেবেন? একদিকে আইএসএল নিয়ে ডামাডোল, আর তার মধ্যেই দলের অন্দরের সমস্যা। সব সামলে উঠতেই দ্রুত আসতে চাইছেন লোবেরা।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 2:54 PM IST

এখনও আসেননি হেডকোচ সের্জিও লোবেরা। ভিসা সমস্যায় আটকে থাকলেও, মোহনবাগান অনুশীলনের রিমোট তাঁরই হাতে। ভার্চুয়ালি সবটা সারছেন তিনি। ভিসা পেলেই তিনি চলে আসবেন। দলের সঙ্গে এখনও যোগ দেননি দিমিত্রি পেত্রাতোস। কবে তাঁরা যোগ দেবেন? একদিকে আইএসএল নিয়ে ডামাডোল, আর তার মধ্যেই দলের অন্দরের সমস্যা। সব সামলে উঠতেই দ্রুত আসতে চাইছেন লোবেরা।

কবে যোগ দিচ্ছেন পেত্রাতোস?
আপাতত ভিসা না পাওয়ায় শহরে আসতে পারছেন না মোহনবাগান হেড স্যার। তবে নিয়মিত তিনি অনুশীলনের খবরাখবর রাখছেন। ঠিক কিভাবে অনুশীলন হবে তা নিয়ে নিয়মিত আলোচনা করছেন ফিজিক্যাল ট্রেনার সার্জিও গার্সিয়া ও গোলকিপিং কোচ ফ্রান্সিসকো মার্টিনেজের সঙ্গে।
শোনা যাচ্ছে, শনিবারের মধ্যে ভিসা সমস্যা মিটতে পারে লোবেরার। অন্যদিকে আগামী ৬ ডিসেম্বর অনুশীলনে যোগ দেবেন বাগানের অজি তারকা দিমিত্রি পেত্রাভোস। ব্যক্তিগত কারণে ছুটির দিন বাড়িয়েছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর শহরে এসে, ৬ তারিখ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন দিমি। যদিও সেদিন দল মাঠে নামবে না, হোটেলে জিম সেশন রাখা হয়েছে।

লোবেরা জানিয়ে দিয়েছেন, তিনি দলে কোনও বদল চান না। ফলে সব ফুটবলারই থাকছেন। ফলে লিগের ভবিষ্যৎ নিশ্চিত না হওয়ায় খরচের বোঝা বাড়াতে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের। কারণ, দল থেকে কাউকে বাদ দিতে হলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হত ক্লাবকে। কারণ, প্রায় সকলের সঙ্গেই দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আবার নতুন ফুটবলার আনতে ট্রান্সফার ফিও দিতে হতে পারে। 

আইএসএল নিয়ে আলোচনা 
আইএসএল নিয়ে ক্রীড়ামন্ত্রীর তরফে এ দিন দুপুর থেকে দফায় দফায় কেন্দ্রীয় ক্রীড়া সচিব সভা করেন ক্লাব সহ বাকিদের সঙ্গে। তবে ক্রীড়ামন্ত্রী লিগের সব পক্ষকে ডাকলেও যাঁরা লিগের আসল কুশীলব, সেই ফুটবলারদের ডাকা হয়নি। সেখানে ক্রীড়ামন্ত্রী কিন্তু লিগ শুরুর কোনও ইঙ্গিত দিতে পারেননি। তবে লিগ শুরুর জন্য কেন্দ্রের তরফে হয়তো কয়েক দিনের মধ্যেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হবে, লিগ করার চার নিয়ম (আর্টিকেল) বদল নিয়ে আলোচনায় বসেন।

Advertisement

আই লিগের ক্লাবেরা একই সংস্থার অধীনে আইএসএল ও আই লিগ চাইলেও সেটা করতে নারাজ এফএসডিএলরা। সব মিলিয়ে আইএসএল নিয়ে জট কাটার কোনও ইঙ্গিতই নেই। ফেডারেশন কর্তারাও এ নিয়ে আশার আলো দেখছেন না। ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেও লিগ শুরু হবে কি না, পরিষ্কার নয়। 

Read more!
Advertisement
Advertisement