লিগ শিল্ড জেতার থেকে মাত্র ১ পয়েন্ট দূরে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারিয়েই পরপর দুইবার আইএসএল লিগ (ISL League Shield) সেরা হতে চাইবে সবুজ-মেরুন। মোহনবাগান ফুটবলররাও এ ব্যাপারে আত্মবিশ্বাসী। সেই কারণেই, দিমিত্রি পেত্রাতোস অনুশীলনে ঢোকার সময় নিজের জার্সি দেখিয়ে বলে গেলেন 'ব্যাক টু ব্যাক'। তবে ওড়িশা ম্যাচ জিতলেও সেদিন লিগ শিল্ড ট্রফি হাতে পাবে না মোহনবাগান। ৮ মার্চ এফসি গোয়া ম্যাচের পর তাদের হাতে লিগ শিল্ড তুলে দেওয়া হবে।
কনফিডেন্ট মোহনবাগান
কীসের ইঙ্গিত দিলেন সেটা কিন্তু স্পষ্ট। নিজের টি-শার্টে লেখা 'চ্যাম্পিয়ন' শব্দটাতেই ইঙ্গিত করলেন অজি ফুটবলার। আগামী রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসিকে হারাতে পারলেই পরপর দু'বার আইএসএল লিগ শিল্প জিতবে মোহনবাগান। আর সেই লক্ষ্য নিয়েই মঙ্গলবার থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে চুটিয়ে অনুশীলন শুরু করে দিল হোসে মোলিনার দল।
আর দরকার ১ পয়েন্ট
ইতিমধ্যেই শিল্ড জয়ের নেশায় ভরপুর ডুবে রয়েছে। কিন্তু তার মাঝেও লক্ষ্যে অবিচল মনবীর, বিশাল কাইথরা। অনুশীলন শুরুর আগেই মনবীর বললেন 'আমাদের বাকি তিন ম্যাচ থেকে আরও ১ পয়েন্ট চাই।' এই আত্মবিশ্বাসটাই প্রমাণ করে দিচ্ছে কেন মোহনবাগান লিগ শীর্ষে রয়েছে। কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে শহরে ফিরেই, একদিনের ছুটি কাটিয়ে মাঠে নেমে পড়লেন কামিন্স, ম্যাকলারেনরা। এদিন কোনও রিকভারি সেশন নয়, প্রায় দেড় ঘন্টা চুটিয়ে অনুশীলন চলল। সিচুয়েশন প্র্যাকটিস, সেট পিসের মহড়া, কিছুই বাদ গেল না।
দলে নেই আশিস, মনবীর
মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করলেন না আশিস রাই এবং মনবীর। সিং। পাশাপাশি, অনুশীলনে অনুপস্থিত ছিলেন সাহাল আব্দুল সামাদ। তবে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন অনিরুদ্ধ থাপা। ওড়িশা ম্যাচে তাঁর বেঞ্চে বসার সম্ভাবনাও রয়েছে। এদিন অনুশীলন শেষে ফিজিও এবং সহকারী কোচের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল হোসে মলিনাকে। অন্যদিকে, পাশের মাঠেই অনুশীলন করছিল চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল। পড়শী ক্লাবকে আগাম শিল্ড জয়ের শুভেচ্ছা জানিয়ে গেলেন হেক্টর ইয়ুস্তে।