আইএসএল (ISL) ফাইনাল জেতার পরেও বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) ঘর ভাঙতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। গত দশ বছরে সবুজ-মেরুনের মতো দল ভারতে নেই। প্রায় সব টুর্নামেন্টেই দাপটের সঙ্গে জিতেছে মোহনবাগান। তাই এই দলে খেলতে মুখিয়ে থাকেন সকলেই। ফলে বেঙ্গালুরু এফসি থেকে এই ফুটবলারকে নিতে সমস্যা হওয়ার কথা নয় সবুজ-মেরুনের।
কাকে নিতে চাইছে মোহনবাগান?
এবার ব্যাপকভাবে শোনা যাচ্ছে বেঙ্গালুরুর নাওরেম রোশন সিংয়ের নাম। বর্তমানে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বছর ছাব্বিশের এই ফুটবলার। হিসাব অনুযায়ী দেখলে আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। কিন্তু সেক্ষেত্রে নাকি ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে মরিয়া মোহনবাগান। শেষ পর্যন্ত আদৌ তা সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার।
ঘর গোছানোর কাজ শুরু
গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল ট্রফি জয় করে বাগান ব্রিগেড। এক কথায় যা ইতিহাস। এখনও পর্যন্ত ভারতের একমাত্র দল হিসেবে এক মরসুমে এই সাফল্য রয়েছে ময়দানের এই প্রধানের। বর্তমানে সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছে সকল সমর্থকদের মধ্যে। পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ আরম্ভ করে দিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ফুটবলারদের নাম উঠেছে শুরু করে নানা মাধ্যমে।
রেকর্ড গড়েছে মোহনবাগান
প্রথমে লিগ শিল্ড জেতা তারপর আইএসএল ট্রফিও চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। একের পর এক কঠিন ম্যাচ জিতে নিজেদের দলকে অপ্রতিরোধ্য করে তুলেছে সবুজ-মেরুন। হোসে মোলিনা, শুভাশিস বসুরা দুর্দান্ত ছন্দে। ফলে যে কোনও দলের যে কোনও ফুটবলারই চাইবেন সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে। ফলে সবুজ-মেরুন রিক্রুটারদের সমস্যা অনেকটাই কমেছে। অন্যদিকে অনেক ফুটবলারের এজেন্টরাই চাইছেন তাদের ফুটবলার সুযোগ পান মোহনবাগানে। ফলে সমস্ত সিভি ঝাড়াই বাছাই করে নিতে হচ্ছে মোহনবাগানকে।