লিগ শিল্ডের পর আইএসএল ট্রফিও এসে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে। পরের মরসুমের ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন কর্তারা। ডিফেন্ডার টম অলড্রেড (Tom Aldred) এ মরসুমে থাকতে চাইছেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজের দেশ স্কটল্যান্ডে ফেরত যেতে চাইছেন ৩৪ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার। তাঁর জায়গায় পরের মরসুমে দলে আসবেন কে?
টমের বিকল্প পেয়ে গেল মোহনবাগান
শোনা যাচ্ছে, এ লিগের (A League) ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে (Central Coast Mariners) খেলা ব্রায়ান কালটাককে (Brian Kaltak) নিতে আসতে পারে সবুজ-মেরুন শিবির। ভানুয়াতুর এই ফুটবলার গত ২-৩ মরসুম দারুণ ছন্দে। এ লিগে যথেষ্ট নাম করেছেন। ইতিমধ্যেই ক্লাবকে তিনি জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ মরসুম। অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, এশিয়ার কোনও ক্লাবে যোগ দিতে পারেন এই ডিফেন্ডার। অনেক সংবাদ মাধ্যম জানাচ্ছে, আইএসএল-এ এবার দেখা যেতে পারে কালটাককে। এখনও কাকটাক নিজের সিদ্ধান্তের কথা না জানালেও সেন্ট্রাল কোস্ট মেরিনার্স যে তিনি ছাড়ছেন তা পরিস্কার।
সূত্রের খবর, গত মরসুমেও ভানুয়াতুর এই ফুটবলারের ব্যাপারে খোঁজখবর নিয়েছিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। তবে সেবার তিনি আসেননি। দলে যোগ দিয়ে টম অলড্রেড জিতেছেন দ্বিমুকুট। তবে গত মরসুমেই সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে কালটাক জানিয়ে দিয়েছিলেন, এটাই এই ক্লাবে তাঁর শেশ মরসুম। তা হলে কী সেই সময়ই পরের মরসুমের জন্য কথাবার্তা বলে রেখেছিল মোহনবাগান? এমনটাও হতে পারে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে অনেক আগে থেকেই পরের মরসুমের ভাবনা শুরু করে দেয় তা অনেকেই এখন জেনে গিয়েছেন। এ ক্ষেত্রেও তেমনটা হয়ে থাকতে পারে।
মোহনবাগানে আসছেন জেমস রড্রিগেজ?
সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, জেমস রড্রিগেজ নাকি মোহনবাগানে যোগ দিতে পারেন। তাও আবার গ্রেগ স্টুয়ার্টের জায়গায়। তবে সেই জল্পনায় জল ঢালে লিঁও-র প্রেসিডেন্টের বক্তব্য। কারণ, তিনি জানিয়ে দেন, স্পেনের রায়ো ভলক্যানো থেকে ইতালির ক্লাবে আসছেন কলম্বিয়ান তারকা।