Advertisement

Mohun Bagan Transfer Update: দুই তারকাকে প্রস্তাব মোহনবাগানের, গোয়া-নর্থইস্টের ঘর ভাঙছে?

পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগামী মরসুমে দুই উইঙ্গার ব্রাইসন ফার্নান্দেজ (Brison Fernandes) ও পার্থিব গোগৌকে (Parthib Gogoi) সই করাতে পারে সবুজ-মেরুন। দুই উইঙ্গারকে ইতিমধ্যেই প্রাস্তাব দিয়ে দিয়েছে বলে খবর ট্রান্সফার মার্কেট ঘিরে। ইতিমধ্যেই লিস্টন কোলাসো (Liston Colaco), মনবীর সিং (Manvir Singh) ও আশিক ক্রুনিয়ান (Ashique Kuruniyan)  দলে রয়েছেন। তা হলে কেন আরও উইঙ্গার নিতে চাইছে মোহনবাগান?

mohun baganmohun bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2025,
  • अपडेटेड 12:00 PM IST

পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আগামী মরসুমে দুই উইঙ্গার ব্রাইসন ফার্নান্দেজ (Brison Fernandes) ও পার্থিব গোগৌকে (Parthib Gogoi) সই করাতে পারে সবুজ-মেরুন। দুই উইঙ্গারকে ইতিমধ্যেই প্রাস্তাব দিয়ে দিয়েছে বলে খবর ট্রান্সফার মার্কেট ঘিরে। ইতিমধ্যেই লিস্টন কোলাসো (Liston Colaco), মনবীর সিং (Manvir Singh) ও আশিক ক্রুনিয়ান (Ashique Kuruniyan)  দলে রয়েছেন। তা হলে কেন আরও উইঙ্গার নিতে চাইছে মোহনবাগান?

কেন আরও দুই উইঙ্গারকে সই করাতে চায় মোহনবাগান?
মোহনবাগান টিম ম্যানেজমেন্টের দাবি, তাঁরা দুই উইং-এ আরও শক্তি বাড়াতে চায়। মরসুমের বেশিরভাগ সময় আশিক ক্রুনিয়ানকে দলে পাওয়া যায়নি। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তাতে মোহনবাগানের লিগ শিল্ড জিততে সমস্যা না হলেও, সামনেই এএফসি কাপের ম্যাচ। সেই কারণেই, দলের গভীরতা বাড়াতে চাইছে মোহনবাগান। চোট সমস্যা যাতে কোনও ভাবেই দলের পারফরম্যান্সে প্রভাব না ফেলে সেই কারণেই দুই প্রতিভাবান তারকাকে তুলে নিতে চাইছে সবুজ-মেরুন।

দারুণ ছন্দে পার্থিব
২২ বছর বয়সী পার্থিব গগৈ, নর্থইস্ট ইউনাইটেড এফসির একজন উদীয়মান তারকা। গগৈ এই মরসুমে ২৫টি ম্যাচে তিনটি গোল করেছেন। তাঁর পা থেকে এসেছে চারটি অ্যাসিস্টও। ২০২৩-২৪ মরসুমের তুলনায়, তিনি ১০টি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন। ফলে তিনি যে ধারাবাহিকভাবে ভাল খেলছেন সে ব্যাপারে কোনও প্রশ্ন নেই। নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে এই উইঙ্গারের বর্তমান চুক্তি ২০২৭ সালের মে পর্যন্ত হলেও, মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে হলেও তাঁকে নিতে চাইছে। 

ব্রাইসনও দুর্দান্ত ছন্দে
এফসি গোয়ার হয়ে খেলা ব্রাইসন দারুন ফর্মে আছেন, এখন পর্যন্ত মাত্র ২২টি ম্যাচে তাঁর সাতটি গোল আছে। দুটি অ্যাসিস্টও করেছেন। তার আক্রমণাত্মক পারফর্মেন্স এফসি গোয়াকে শেষ অবধি লিগ শিল্ড জেতার লড়াইয়ে রেখেছিল। ২০২৬ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি আছে গোয়ার। চুক্তি শেষ হওয়ার আগে ব্রাইসনকে নিতে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। 

Advertisement

দুই ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান ঘরে তোলে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দলের এখন যা অবস্থা তাতে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দিয়েও একটা টুর্নামেন্ট খেলে ফেলতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। সেখানে আরও ফুটবলার তারা শেষ অবধি নেবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। 

Read more!
Advertisement
Advertisement