Advertisement

Mohun Bagan vs Bengaluru FC: মেগা ফাইনালে মোহনবাগান দলে ফিরছেন এই তারকা, দলে আর কারা?

আজ মেগা ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। লিগ শিল্ড জেতার পর এবার এবার আইএসএল ফাইনাল জিততে পারলে ডাবল হয়ে যাবে সবুজ-মেরুনের। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫-এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে জমজমাট ফাইনালের টিকিট শেষ হয়ে গিয়েছে দ্রুত।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Apr 2025,
  • अपडेटेड 1:32 PM IST

আজ মেগা ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। লিগ শিল্ড জেতার পর এবার এবার আইএসএল ফাইনাল জিততে পারলে ডাবল হয়ে যাবে সবুজ-মেরুনের। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫-এর ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে জমজমাট ফাইনালের টিকিট শেষ হয়ে গিয়েছে দ্রুত। টানা তিনবার ফাইনালে ওঠা মোহনবাগান সুপার জায়ান্ট ঘরের মাঠে বরাবরই ফেভারিট। এ মরসুমে একটিও হোম ম্যাচে হারেনি কলকাতার দল। মরসুমের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র সঙ্গে ড্র করার পরে যুবভারতীতে টানা ১২টি ম্যাচে জিতেছে তারা।

মনবীর সিং-এর শুরু থেকে খেলার সম্ভাবনা উজ্জ্বল। মলিনা ফাইনালের প্রস্তুতি শুরু করার প্রথম দিন থেকেই তিনি ফিট। স্বাভাবিক ভাবেই অনুশীলন করেছেন মনবীর। ফলে ফাইনালে এই উইঙ্গারকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে আরও একটা প্রশ্ন মোহনবাগান সমর্থকদের মধ্যে থেকেই উঠছে। তা হল, কেন দিমিত্রি পেত্রাতোস প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না? সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) তাঁর জাদু গোলেই যুবভারতীতে ওড়িশা এফসি-কে ১-০ হারিয়ে প্রথম ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার আইএসএলে শিল্ড জয়ের নজির গড়েছিল মোহনবাগান। তা সত্ত্বেও প্রথম একাদশে নিয়মিত খেলার সুযোগ পাননি দিমিত্রি। গত সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে শেষ চারের দ্বিতীয় পর্বের দ্বৈরথে ৮১ মিনিটে তাঁকে মাঠে নামিয়েছিলেন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা।

ফাইনালেও দিমিকে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে গোলের জন্য জেমি ম্যাকলরেন, জেসন কামিন্সের দিকে তাকিয়ে থাকবে মোহনবাগান। মলিনার চিন্তায় থাকবে দূরন্ত ছন্দে থাকা সুনীল ছেত্রী। এফসি গোয়ার বিরুদ্ধে শেষ চারের দ্বিতীয় পর্বের ম্যাচে এই চল্লিশ বছর বয়সেও শরীর শূন্যে ভাসিয়ে যে ভাবে হেড করে বল জালে জড়িয়েছেন, তা অনবদ্য। 

আরও পড়ুন

মোহনবাগানের সম্ভাব্য একাদশ

বিশাল কাইত, আশিস রাই, টম অ্যালড্রেড, আলবার্তো রড্রিগেজ, শুভাশিস বসু, আপুইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, লিস্টন কোলাসো, জেমি ম্যাকলরেন, জেসন কামিন্স

Advertisement
Read more!
Advertisement
Advertisement