Advertisement

Mohun Bagan vs Bengaluru FC: বেঙ্গালুরুর বিরুদ্ধে ডিফেন্সে বদল, কেমন হতে পারে মোহনবাগান দল?

পরপর দু'টো ম্যাচে ড্র করলেও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবিরে কোনও চাপ নেই। তবে বাড়তি সতর্ক শুভাশিস বসুরা (Subhasish Bose)। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া (FC Goa) চেন্নাইয়েনকে (Chennaiyin FC) হারিয়ে মোহনবাগানের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছে। পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা সবুজ মেরুন ব্রিগেড সোমবার রাতে যুবভারতীতে খেলতে নামবে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে। এই ম্যাচে পয়েন্ট খোয়ালে গোয়া যেমন আরও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে, তেমনই তিন নম্বরে থাকা সুনীল ছেত্রীরাও (Sunil Chhetri) লিগ শিল্ড জেতার জন্য কিছুটা রসদ পেয়ে যাবে।

mohun baganmohun bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jan 2025,
  • अपडेटेड 10:40 AM IST

পরপর দু'টো ম্যাচে ড্র করলেও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) শিবিরে কোনও চাপ নেই। তবে বাড়তি সতর্ক শুভাশিস বসুরা (Subhasish Bose)। লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া (FC Goa) চেন্নাইয়েনকে (Chennaiyin FC) হারিয়ে মোহনবাগানের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছে। পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা সবুজ মেরুন ব্রিগেড সোমবার রাতে যুবভারতীতে খেলতে নামবে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে। এই ম্যাচে পয়েন্ট খোয়ালে গোয়া যেমন আরও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে, তেমনই তিন নম্বরে থাকা সুনীল ছেত্রীরাও (Sunil Chhetri) লিগ শিল্ড জেতার জন্য কিছুটা রসদ পেয়ে যাবে।

বদলার ম্যাচ মোহনবাগানের
মোহনবাগানের কাছে বেঙ্গালুরু ম্যাচটা বদলার ম্যাচও। কারণ এখনও পর্যন্ত হোসে মোলিনার টিম যে দুটো ম্যাচে হেরেছে, তার মধ্যে রয়েছে বেঙ্গালুরুর কাছে ০-৩ হার। কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম পর্বের ম্যাচে। সোমবার বদলার লড়াইয়ে মোহনবাগান ডিফেন্স বদল হচ্ছে। ফোর ব্যাক সিস্টেমে রাইট ব্যাক আশিস রাই নেই কার্ড সমস্যায়। 

ডিফেন্সে রদবদলের সম্ভাবনা
আশিসের জায়গায় দীপেন্দ্র বিশ্বাসেরই শুরু করার কথা। চোট সারিয়ে পুরোদমে প্র্যাক্টিস করছেন আশিক কুরুনিয়ন। টিমের ডান প্রান্তিক অ্যাটাকে শক্তি বাড়বে আশিক এসে যাওয়ায়। ফলে মোহনবাগান দল আরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে পারবে সোমবার। এখন দেখার, এখান থেকে লিগ শিল্ড নিশ্চিত করতে পারে কিনা মোহনবাগান। 

কত পয়েন্ট পেলে লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান?
সাত ম্যাচ হাতে রয়েছে হোসে মোলিনার দলের। সেখান থেকে কীভাবে চ্যাম্পিয়ন হবে মোহনবাগান? দুই নম্বরে থাকা এফসি গোয়া এক ম্যাচ কম খেলে (১৬ ম্যাচ) রয়েছে ৩০ পয়েন্টে। বাকি আট ম্যাচের সব জিতলে আরও ২৪ পয়েন্ট পেতে পারে মানেলোর দল। সেক্ষেত্রে তাদের পয়েন্ট পৌঁছে যাবে ৫৪তে। মোহনবাগান ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। ফলে শুভাশিস বসুদের আরও ২১ পয়েন্ট পেতে হবে। আর তা করতে গেলে সব ম্যাচ জিততে হবে মোহনবাগানকে। তবে গ্রেগ স্টুয়ার্টরা ছন্দে ফিরলে সেটা করা অসম্ভব নয়।  

Advertisement

শুভাশিস আশাবাদী শিল্ড ধরে রাখার ব্যাপারে
কত পয়েন্ট পেলে শিল্ড রক্ষা হবে? শুভাশিসের উত্তর, 'কোনও হিসেব কষছি না। পরের সাতটা ম্যাচের সব ক'টা জেতার মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে বেঙ্গালুরু ম্যাচে আমরা ফোকাস করছি।' ডার্বি জয়ের পর শেষ দুই ম্যাচে জয়ের দেখা নেই। শুভাশিসের কথায়, 'জীবনের মতো ফুটবলেও উত্থান-পতন থাকে। তবে টাংরি, জেসনের (কামিংস) মতো চরিত্ররা ড্রেসিংরুমের পরিবেশ ফুরফুরে রাখে। সেটাই আমাদের অন্যতম বড় শক্তি।'        

Read more!
Advertisement
Advertisement