এ মরসুমে দারুণ ছন্দে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শীর্ষে থাকা সবুজ-মেরুনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। নতুন বছরের শুরুতেই মোহনবাগানের সামনে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। ঘরের মাঠে সেই ম্যাচ দেখতে পাওয়া যাবে ফ্রিতে। আর সেই উপহারের কথা শুনে কাতারে কাতারে মোহনবাগান সমর্থক ভিড় জমাচ্ছেন মোহনবাগান মাঠ ও যুবভারতীর বক্স অফিসে।
টিকিটের লম্বা লাইন
২৮ ডিসেম্বর শনিবার থেকে সেই বিনামূল্যে টিকিট দেওয়া শুরু হল। সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মোহনবাগান মাঠে আর যুবভারতীর চার নম্বর গেটের কাছে টিকিট কাউন্টারে। ২ জানুয়ারির মোহনবাগান বনাম হায়দরাবাদ আইএসএল ম্যাচের জন্য একজন সমর্থককে সর্বাধিক ২টো করে টিকিট দেওয়া হচ্ছে। নতুন বছরের দ্বিতীয় দিনই মোহনবাগানের খেলা। তা অনেকেই মিস করতে চান না। যে কারণে আগে ভাগেই ফ্রি টিকিট নিতে অনেক সমর্থক জড়ো হয়েছিলেন।
জিততেই হবে মোহনবাগানকে
ধারে ভারে অনেকটা পিছিয়ে থাকলেও, শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র কিছুটা হলেও অক্সিজেন যোগাচ্ছে হায়দরাবাদকে। তাই এই ম্যাচে ঝাঁপাতে মরিয়া ইয়েলো আর্মি। তৃতীয় জয় তুলে নিয়ে ১১ পয়েন্টে পৌঁছতে মরিয়া তারা। তবে মোহনবাগানের বিরুদ্ধে সেই কাজটা একেবারেই সহজ হবে না। তা ভালভাবেই জানেন বড় হায়দরাবাদ সমর্থকও।
ডিসেম্বরে একমাত্র গোয়ার কাছে আইএসএলের ম্যাচ হেরেছিল মোহনবাগান। এরপর পঞ্জাব এফসির বিরুদ্ধে ২৬ ডিসেম্বর ৩-১ গোলে জয় পালতোলা নৌকা বাহিনির। ১৩ ম্যাচে ৯ জয়, ২টি ড্র ও ২টি হারের পর মোহনবাগানের পয়েন্ট ২৯। বেঙ্গালুরুর পয়েন্ট ১৩ ম্যাচে ২৭। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা। অর্থাৎ, সমান ম্যাচ খেলে বাগানের থেকে ২ পয়েন্ট পিছিয়ে বেঙ্গালুরু। ২ জানুয়ারি হায়দারাবাদের বিরুদ্ধে বাগান পয়েন্ট নষ্ট করলেই বেঙ্গালুরুর সুযোগ থাকবে তাদের ছুঁয়ে ফেলার। সেই কারণে নতুন বছরের শুরুতে নিজেদের ঘরের মাঠে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে সবুজ-মেরুন।