অনুশীলনের জন্য জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সরা মাঠে নামার আগেই ম্যানিকুইন দিয়ে বিপক্ষ দলের ছক তৈরি করে রাখলেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ। শেষ মুহূর্তে চমক আনার চেষ্টায় মোহনবাগান। মনবীর সিংকে পাওয়া যাবে না ধরে নিয়েই প্ল্যানে বদল আনতে চাইছেন হোসে মলিনা। ঘরের মাঠেই এক গোলে এগিয়ে গিয়েছে জামশেদপুর এফসি। ফলে যুবভারতীতে রক্ষণ আঁটোসাটো করেই মাঠে নামবেন খালিদ জামিল। তাই এদিন পাঁচ ডিফেন্সের বিরুদ্ধেই অনুশীলন করলেন দিমিত্রি, গ্রেগ স্টুয়ার্টরা।
ফাইনালে পৌঁছাতে হলে ঘরের মাঠে জামশেদপুর এফসিকে দুই গোলের ব্যবধানে হারাতেই হবে। এদিন সাংবাদিক সম্মেলনে হোসে মোলিনা বলেন, 'আমি এটাকে কোনও বদলার ম্যাচ মনে করছি না। আমরা ঘরের মাঠের সমর্থন পাবো। সেই সমর্থকদের জন্য জামশেদপুরকে হারিয়ে ফাইনালে উঠতে চাই।' অন্যদিকে, জেমি ম্যাকলারেন বলেন, 'আমরা কোচের পরিকল্পনা মতোই খেলবো। লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এখনও অর্ধেক ম্যাচ বাকি রয়েছে। ভরা গ্যালারির সামনে ম্যাচ জিততে চাই।'
চলতি আইএসএলে এখনও পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত হোসে মোলিনার দল। জোড়া ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে হলে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। রবিবার অনুশীলনে অঙ্ক কষে জামশেদপুর বধের নীলনকশা তৈরি করলেন হোসে মোলিনা। কার্ড সমস্যার জন্য এজে, আশুতোষ এবং মোবাসিরকে পাবে না জামশেদপুর। আক্রমণ তৈরির ক্ষেত্রে সেই জায়গাটাই কাজে লাগাতে চাইছেন বাগান কোচ।
পরিকল্পনায় বড় বদল মোহনবাগানের
মাস্ট উইন এই ম্যাচে মাঠে নামার আগে মনবীরের চোট চিন্তায় রাখবে সবুজ-মেরুন শিবিরকে। এদিন অনুশীলনে মনবীরের পরিবর্তে রাইট উইংয়ে লিস্টন কোলাসোকে দেখা গেল। বাঁ প্রান্তে লিস্টনের পরিবর্তে আশিক। হায়দরাবাদে ডান প্রান্তে খেলতেন লিস্টন। বহুদিন পর অনভ্যস্ত পজিশনে নিজেকে প্রমাণ করা বড় চ্যালেঞ্জ তাঁর জন্য। অন্যদিকে এদিন চুটিয়ে অনুশীলন করলেন আপুইয়া। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে থাপাকেই শুরু করাতে চাইছেন মোলিনা। তবে দীপক টাংরি এবং সাহালকেও বিকল্প হিসাবে তৈরি রাখলেন তিনি।