জামশেদপুরের বিরুদ্ধে ধাক্কা খেলেও মোহনবাগান টিম সামলে উঠেছে। শুক্রবার প্র্যাক্টিস না থাকলেও শনিবার বিকেলে টিমের রিকভারি সেশনে মাঠের মধ্যেই বেশ কিছুক্ষণের টিম মিটিং সারেন কোচ হোসে মলিনা। তবে মনবীর সিং-কে চিন্তা বাড়ছে। স্বস্তির খবর, চোট কাটিয়ে ম্যাচে খেলার মতো জায়গায় এসে গিয়েছেন আপুইয়া রালতে।
দারুণ চনমনে মেজাজে ম্যাকলারেন, কামিন্সরা। ফাইনালে উঠতে একাধিক গোলের ব্যবধানে জিততে হবে দিমিত্রিদের। এক গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে। বাগানের অ্যাটাকিং ফোর্স বাড়াতে এই ম্যাচে খুবই দরকার ছিল মনবীর সিংকে। কিন্তু শনিবার প্র্যাক্টিসে তিনি পুরোদমে ট্রেনিং করতে পারেননি। ফলে তাঁর সোমবার নামার সম্ভাবনা বেশ কম। তবে মাঝমাঠের ছন্দ ফেরাতে টিমে ফিরছেন আপুইয়া। চোট সারিয়ে আপুইয়া এ দিন টিমের সঙ্গে পুরো প্র্যাক্টিস সারেন।
জামশেদপুরের মাঠে মোহনবাগানের সমর্থকরা পুলিশের হাতে মার খেয়ে ফিরলেও সোমবার ম্যাচে সমর্থকদের উৎসাহ বিন্দুমাত্র কমেনি। টিকিটের চাহিদা তুঙ্গে। জামশেদপুরের অনেক সমর্থকের এই ম্যাচে আসার কথা। মোহনবাগান ম্যানেজমেন্ট তৈরি তাদের সঠিক নিরাপত্তা দেওয়া জন্য।
ম্যাচটায় কোনওভাবে ড্র করতে পারলে যেখানে আইএসএলের ফাইনালে ওঠা নিশ্চিত, সেখানে টিমের দুই সেরা ডিফেন্ডার স্টিফেন এজে আর আশুতোষ মেহতাকে ছাড়াই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে শনিবার শহরে চলে এলো জামশেদপুর এফসি। স্টিফেন, আশুতোষ কার্ড সমস্যায় মোহনবাগানের বিরুদ্ধে সোমবার যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে নেই। তবে তাঁদের বদলে চোট সারিয়ে ফিট হয়ে যাওয়া লাজ়ার সিরকোভিচ ও প্রতীক চৌধুরি টিমের সঙ্গে এসেছেন।
দু'দিন আগে টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে মোহনবাগানকে প্রথম লেগে ২-১ হারিয়ে অ্যাডভান্টেজের জায়গায় আছে খালিদ জামিলের টিম। কিন্তু ৬ ফুট ৬ ইঞ্চির হেডে পারদর্শী চলতি আইসএলের অন্যতম সেরা ডিফেন্ডার স্টিফেনের না থাকাটা অবশ্যই খালিদের টিমের কাছে বড় ধাক্কা। সোমবারের ম্যাচের উত্তাপ ক্রমশ বাড়ছে। বদলার সুযোগ হাতছাড়া করতে নারাজ দিমিত্রি পেত্রাতোসরা।