লিগ শিল্ড জয় হয়ে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। তাই বলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ হাল্কাভাবে নেওয়ার কোনও জায়গা নেই মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina) কাছে। শনিবার গতবারের আইএসএল (ISL) কাপ জয়ী মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে নামবেন জেমি ম্যাকলারেনরা।
এই ম্যাচে নেই দুই তারকা
চোটের জন্য এই ম্যাচে নেই সাহাল আব্দুল সামাদ। আবার কার্ড সমস্যার জন্য পাওয়া যাবে না জেসন কামিন্স। এমনিতেই আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে বরাবর জ্বলে ওঠে মুম্বইয়ের দলটি। এবারও প্রথম লেগে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে মুম্বইকে হারাতে পারেনি মোহনবাগান। তাই শনিবার অ্যাওয়ে ম্যাচে জিততে বন্ধপরিকর গ্রেগ স্টুয়ার্টরা।
মোহনবাগান দলে আসতে পারেন দুই নতুন তারকা
শুক্রবার সকালে অনুশীলন করে মুম্বই উড়ে যাবেন আলবার্তো রডরিগেজরা। প্লে-অফে নামার আগে এই দুই ম্যাচে কি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটতে চাইবেন মলিনা। বিশেষ করে কম গেম টাইম পাওয়া রিজার্ভ বেঞ্চে থাকা ফুটবলারদের কি সুযোগ দেবেন তিনি। বৃহস্পতিবার মোহনবাগান কেচ বলছিলেন, 'আমার কিছু পরিকল্পনা রয়েছে। সেটা বলতে চাই না। তবে এই দলে কেউই অপরিহার্য নয়। কেউ কার্ড বা চোটের জন্য বাইরে গেলে পরিবর্তে যাঁরা এসেছেন তাঁরাও ভাল খেলেছে। তবে আমি বাকি দু'ম্যাচেই সেরা একাদশ নামাতে চাই।'
কোচ একথা বললেও দলে দু-একটা পরিবর্তন হতে পারে। বিশেষ করে আলবার্তো ও আশিস রাইয়ের পরিবর্তে দীপেন্দু বিশ্বাস ও সৌরভ ভানওয়ালা আসতে পারেন। এদিন অনুশীলনে অভিষেক সূর্যবংশীকেও খেলিয়ে দেখে নিয়েছেন মোলিন। গত ওড়িশা মাচে দিমিত্রি পেত্রাতোস জয়সূচক গোল করার পরই মাঠের মধ্যে উল্লাসে ফেটে পড়েছিলেন মলিনা।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরেই সেই সেলিব্রেশন সরিয়ে রেখে ফের মুম্বই এফসি ও এফসি গোয়া ম্যাচ নিয়ে প্রস্তুতি শুরু করে দেন মলিনা। প্লে অফ এখনও নিশ্চিত না হওয়য় ঘরের মাঠে এই ম্যাচে নিজেদের উজাড় করে দেবে মুম্বই সিটি। সেটাও মাথায় রাখছেন মোহনবাগান কোচ।