
হাতে আর মাত্র একটা মাস। এর মধ্যেই দলকে তৈরি করে ফেলতে হবে আইএসএল-এর জন্য। আর সে কারণেই প্রস্তুতি ম্যাচ খেলে সকলের পরিস্থিতি বুঝে নিতে চাইছেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ সের্জিও লোবেরা। আর সেই প্রস্তুতি ম্যাচেই নিজেকে নতুনভাবে প্রমাণ করলেন দিমিত্রি পেত্রাতোস। দারুণ দুই গোল এল তাঁর পা থেকে। রিজার্ভ দলের বিরুদ্ধে জয় ৪ গোলে।
মোহনবাগানের হয়ে গোল করলেন দিমিত্রি, কামিন্স এবং সাহাল। রিজার্ভ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জোরা গোল করে দূরন্ত ছন্দে ধরা দিলেন দিমিত্রি পেত্রাতোস। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন দিমি। দু'মিনিট পরেই ব্যবধান বাড়ান জেসন কামিন্স। ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। দ্বিতীয়ার্ধে আরও একটি দর্শনীয় গোল করে সবুজ-মেরুন ব্রিগেডের জয় নিশ্চিত করেন সাহাল আব্দুল সামাদ।
রিজার্ভ দলের বিরুদ্ধে বড় জয়ে স্বস্তিতে সার্জিও লোবেরা। সবুজ-মেরুন ব্রিগেডের তরুণ ফুটবলারদের খেলায় খুশি তিনি। ম্যাচ শেষে বাগান কোচ বলেন, 'জুনিয়র ফুটবলারদের খেলায় আমি খুব খুশি। ওদের মধ্যে ক্ষমতা রয়েছে। এমন যুব ফুটবলার যে কোনও দলের ভবিষ্যতের রসদ।' এদিনের প্রস্তুতি ম্যাচে মূলত দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথেই হাঁটলেন লোবেরা। এক বিদেশি ডিফেন্ডার নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে মেহতাবের পরিবর্তে মাঠে নামেন টম অলড্রেড। অন্যদিকে, রাইট ব্যাক পজিশনে অভিষেক সিং এবং আশিস রাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন লোবেরা।
তবে সমর্থকদের কাছে সবচেয়ে স্বস্তির পেত্রাতোসের ফর্মে ফেরা। হোসে মলিনার আমলে সাইড লাইনের ধারের জায়গাটাই তাঁর জন্য বরাদ্দ ছিল। মুখে কিছু না বললেও, তিনি যে বিরক্ত, হতাশ তা মাঝে মধ্যেই বোঝা যেত। একটা সময় শোনাও যাচ্ছিল, তিনি ক্লাব ছাড়ছেন। সেখানে জমানা বদল হতেই গুরুত্ব বাড়ল অজি বিশ্বকাপারের। আইএসএলের দিনক্ষণ ঠিক হতেই নিজেদের সেরাটা নিংড়ে দিতে মরিয়া হয়ে উঠেছে মোহনবাগান। তার মধ্যেই কোচ সের্জিও লোবেরার কড়া নজরে অনুশীলনে কোনও ফাঁক রাখতে চাইছেন না দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সরা।
অনুশীলনের শুরুতে মূলত শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল ফিটনেসের ওপর জোর দেওয়া হচ্ছে। অনুশীলনে দূরপাল্লার শট, নিজেকে ফিট রাখতে বাড়তি প্রচেষ্টাই বলে দিচ্ছে দিমিত্রি অপমানের জবাব মাঠেই দিতে চান। যখন সকলেই অনুশীলন শেষে রিকভারি করছেন তখন দিমিত্রি পেত্রাতোস একাই মাঠ জুড়ে চক্কর কাটছেন। দিমিকে আগেও দেখা গিয়েছে নিজেকে এই ভাবে ফিট রাখতে। তাই বলাই বাহুল্য যে, তিনি মুখিয়ে রয়েছেন আইএসএলে মাঠে নামার জন্য