১০ জনের মুম্বই সিটি এফসি-র কাছে আটকে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। মুম্বইয়ের মাটিতে ২ গোলে এগিয়ে থেকেও তিন পয়েন্ট পেল না লিগ শিল্ড জয়ীরা। শনিবার প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধে ১০ জনে খেলেও ২ গোল মুম্বই শোধ করে। এই ড্র-এর ফলে ইস্টবেঙ্গলের আশা আরও কমল।
৩২ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন জেমি ম্যাকলরেন। বক্সের মাঝ বরাবর তাঁর ডান পায়ে নেওয়া শট জালের বাঁদিকের নিচে গিয়ে লাগে। কিছুই করার ছিল না গোলকিপার পূর্বা লাচেনপার। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান দিমিত্রি পেত্রাতোস। বাঁদিক থেকে উঠে আসা লিস্টন কোলাসো দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান। সেখান থেকে মোহনবাগান স্ট্রাইকারের নেওয়া শট লাচেনপা বাঁচালেও, ফিরতি বল দিমিত্রি পেত্রাতোসের শিন বোনে লেগে ঢুকে যায়। তিরি সামনে থাকলেও পেত্রাতোসকে আটকাতে পারেননি। ৫৭ মিনিটে মুম্বইয়ের হয়ে সমতা ফেরান জন তরাল। ব্রেন্ডনের কর্নার থেকে গোলে শট করেন ভালপুইয়া। বিশাল কাইত সেভ করলেও ফিরতি বল ধরে গোল করেন জন।
৮৮ মিনিটে সমতা ফেরান নাথান। তাঁর মাথায় লেগে বল গোলে ঢুকে যায়। এর মধ্যেই, ৬৮ মিনিটে লাল কাড়দ দেখেন বিক্রমপ্রতাপ সিং। মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বসুর সঙ্গে সংঘর্ষের জেরে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। তবে এই ম্যাচে পয়েন্ট হারানোয় কিছুটা হলেও চিড় খাবে মোহনবাগানের আত্মবিশ্বাস। তবে সেমিফাইনালের লড়াইয়ের আগে আরও একটা ম্যাচ রয়েছে মোহনবাগানের। এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠের সেই ম্যাচ থেকে তারা হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন কিনা সেটাই এখন দেখার।
আগেই লিগ শিল্ড জিতে যাওয়ায়, এদিন ম্যাচের আগে মোহনবাগান দলকে গার্ড অফ অনার দেয় মুম্বই দল। গত মরসুমে লিগ শিল্ড জিতলেও, মুম্বইয়ের বিরুদ্ধে হেরে আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছিল সবুজ-মেরুনের। এবারেও লিগের ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের।