Advertisement

Neymar: বাঁ হাঁটুতে চোট নিয়েও হ্যাটট্রিক, বিশ্বকাপের দলে ঢুকতে মরিয়া নেইমার

একের পর এক চোটে জেরবার নেইমার। তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন। চোট নিয়েও বৃহস্পতিবার সকালে জুভেন্টুডের বিরুদ্ধে একাই হ্যাটট্রিক করে প্রায় হিরো হয়ে গেলেন স্যান্টোস ক্যাপ্টেন। প্রথমার্ধে গোল আসেনি। ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে চাপে পড়ে গিয়েছিল স্যান্টোস। তবে বিরতির পরেই জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমার ট্রান্সফারের খবর: ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব বিবৃতি শেয়ার করেছেনেইমার ট্রান্সফারের খবর: ক্রমবর্ধমান জল্পনার মধ্যে ব্রাজিলিয়ান ক্লাব বিবৃতি শেয়ার করেছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 12:17 PM IST

একের পর এক চোটে জেরবার নেইমার। তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন। চোট নিয়েও বৃহস্পতিবার সকালে জুভেন্টুডের বিরুদ্ধে একাই হ্যাটট্রিক করে প্রায় হিরো হয়ে গেলেন স্যান্টোস ক্যাপ্টেন। প্রথমার্ধে গোল আসেনি। ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচে চাপে পড়ে গিয়েছিল স্যান্টোস। তবে বিরতির পরেই জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তারকা।

দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন নেইমার
৫৬, ৬৫ ও ৭৩ মিনিটে নেইমার গোল তিনটি করেন। ১৭ মিনিটের ঝড়ে হ্যাটট্রিক তুলে নেন নেইমার। তাঁর শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। নেইমার এর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেন ২০২২ সালের ৯ এপ্রিল। পিএসজির হয়ে সেদিন ক্লেঁয়ারমন্তের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি আরও একটি অ্যাসিস্ট করেন নেইমার। সময়ের হিসাবে ৩ বছর ৭ মাস ২৫ দিন পর হ্যাটট্রিক পেলেন নেইমার।

কোথায় চোট নেইমারের
তাঁর বাঁ হাঁটুতে চোট কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না নেইমার। তবে সকলকে অবাক করে নেইমার স্যান্টোসের জার্সি পরে নেমে পড়েন। ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার চোট নিয়েই খেলেন। শুধু তা–ই নয়, নিজে গোল করার পাশাপাশি একটি গোলও করান। ম্যাচ শেষে নেইমার জানিয়েছিলেন, অবনমনের শঙ্কায় পড়া স্যান্টোসকে টেনে তুলতে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

অবনমনের শঙ্কা বাঁচানোর লড়াইয়ে নেইমার
পরপর দুই ম্যাচ খেলে স্যান্টোসকে অবনমনের শঙ্কা থেকে বের করে আনেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নেইমার আজকের ম্যাচেও ‘ব্যথা নিয়ে’ই খেলেছেন। বাঁ হাঁটুর মেনিসকাসে চোট পাওয়া এই ফুটবলার হ্যাটট্রিক করে ফেললেন। আগামী রোববার রাতে মরসুমে নিজেদের শেষ ম্যাচে ক্রুজেইরোর মুখোমুখি হবে সান্তোস। ম্যাচটি জিতলে প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত হবে স্যান্টোসের।

বিশ্বকাপ খেলার চেষ্টায় নেইমার
বিশ্বকাপের দলে নেইমার ফেরার যে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তা স্পষ্ট তাঁর কথাতেই। তিনি বলেন, ‘মাঠে থাকতে যে পরিশ্রম করি, অ্যাথলেট হিসেবে নিজের স্বাস্থ্যের দিকটাই আগে দেখি, ক্যারিয়ারের ক্ষতি হতে পারে—এমন কিছু করি না। তবু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি। এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement