Advertisement

East Bengal: সেলিসকে নিয়ে ক্ষুব্ধ অস্কার, ইস্টবেঙ্গলে হচ্ছেটা কী?

কয়েকদিন পরেই আরও একটা কলকাতা ডার্বি (Kolkata Derby)। তবে তার আগে চেন্নাইয়ন এফসি ম্যাচে হারের পর থেকেই এলোমেলো ইস্টবেঙ্গল। ফলস্বরূপ মহামেডান স্পোর্টিয়ের (Mohammedan Sporting) বিরুদ্ধে আসন্ন ডার্বিতে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ অস্কার ব্রুজো। তবে সূত্রের খবর, তাঁর আনা সেলিসের উপরেই ক্ষুব্ধ কোচ।

অস্কার ব্রুজো অস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2025,
  • अपडेटेड 1:02 PM IST

কয়েকদিন পরেই আরও একটা কলকাতা ডার্বি (Kolkata Derby)। তবে তার আগে চেন্নাইয়ন এফসি ম্যাচে হারের পর থেকেই এলোমেলো ইস্টবেঙ্গল। ফলস্বরূপ মহামেডান স্পোর্টিয়ের (Mohammedan Sporting) বিরুদ্ধে আসন্ন ডার্বিতে দলে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ অস্কার ব্রুজো। তবে সূত্রের খবর, তাঁর আনা সেলিসের উপরেই ক্ষুব্ধ কোচ।

ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে সেলিসকে নিয়েও চরম বিরক্ত ব্রুজো। কোচের কথা না শুনে তিনি নিজের মর্জি অনুযায়ী খেলছেন। ভেনেজুয়েলার এই বিদেশি ম্যাচে শুধুমাত্র নিজের স্কিল দেখানোতেই ব্যস্ত থাকছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, কোচ তাঁর উপরে এতটাই বিরক্ত যে, পরবর্তী ম্যাচে সেলিসকে বেঞ্চেও বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তাঁর জায়গায় লেফট উইংয়ে ফিরতে পারেন নন্দকুমার। 

মঙ্গলবার অনুশীলনে গিয়ে দেখা গেল শুরুতে ফিটনেস ট্রেনিং করার পরেই উঠে যাচ্ছেন দুই তারকা বিদেশি সল ক্রেসপো এবং হেক্টর ইউস্তে। সূত্র মারফত জানা যাচ্ছে, পরের ম্যাচে দুজনকে ছাড়াই একাদশ সাজাতে পারেন ব্রুজো। সেক্ষেত্রে আনোয়ার আলির সঙ্গে স্টপার পজিশনে খেলতে পারেন জিকসন সিং। মাঠ ছাড়ার সময় অস্কার বলেন, 'সউল ফিট হয়েছে ভেবেই ওকে শেষ ম্যাচে নামিয়ে ছিলাম। তবে কিছুক্ষণের মধ্যে বোঝা যায় ব্যাপারটা বড্ড তাড়াতাড়ি হয়ে গিয়েছে। প্রথম গোলটাও আমরা ওর ভুলের কারণেই হজম করেছি। ওর পুরোপুরি ম্যাচ ফিট হতে আরও বেশ কিছুটা সময় লাগবে।'

এছাড়া ডার্বিতে নামার আগে অনুশীলনে এদিন দেখা গেল সামনে ডিমানতাকোস এবং মেসির মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করছেন অস্কার। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, নন্দকুমারের নিকট আত্মীয় পরলোকগমন করায় তিনি ম্যানেজমেন্টকে না জানিয়েই চেন্নাই চলে যান। তাঁকে অনুশীলনে আসতে বলা হলেও, নন্দ যুবভারতীতে আসেননি। এখন দেখার তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা।

দলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা না থাকলেও, এএফসি চ্যালেঞ্জ কাপ ও সুপার কাপে ভাল পারফর্ম করতে হবে লাল-হলুদকে। তবেই কিছুটা সম্মান ফেরত আসবে কিছুটা সম্মান।    

Advertisement
Read more!
Advertisement
Advertisement