Advertisement

Sandip Nandy: ইস্টবেঙ্গলের 'বাতিল' সন্দীপকে নিয়োগ করল AIFF, বড় দায়িত্বে বাংলার তারকা

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলার জেরে হারাতে হয়েছে চাকরি। সুপার কাপের আগে এ নিয়ে বিরাট হইচই হয়েছিল। তবে এবার নতুন চাকরি পেলেন সন্দীপ নন্দী। ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের গোলকিপার কোচ হলেন তিনি। 

সন্দীপ নন্দীসন্দীপ নন্দী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 2:32 PM IST

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলার জেরে হারাতে হয়েছে চাকরি। সুপার কাপের আগে এ নিয়ে বিরাট হইচই হয়েছিল। তবে এবার নতুন চাকরি পেলেন সন্দীপ নন্দী। ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের গোলকিপার কোচ হলেন তিনি। 

অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিলেন সন্দীপ নন্দী। সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব ছেড়েছেন তিনি। সুপার কাপের আগে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজোর সঙ্গে মনোমালিন্যের জেরে গোয়া ছেড়ে চলে এসেছিলেন। এবার এই বাঙালি অভিজ্ঞ গোলকিপার জাতীয় দলের দায়িত্বে। আগামী ১৫ ও ১৮ নভেম্বর ভারতের অনুর্ধ্ব ২৩ দল ফিফা উইন্ডোতে খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। কলকাতায় প্রস্তুতি শিবিরও শুরু হয়ে গিয়েছে। বাংলার তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই যুব ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। ইস্টবেঙ্গলের 'অযোগ্য' তকমা জাতীয় দলে এসে মেটাতে চাইবেন এই বাঙালি।

ভারতীয় ফুটবলে সন্দীপ নন্দী বড় নাম। তবে কোচ হিসেবে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে টাইব্রেকারের আগে দেবজিৎ মজুমদারকে নামিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কোচ অস্কারকে। সেই প্রস্তাব মেনে দেবজিৎকে নামানো হলেও, তিনি মোহনবাগানকে হারাতে পারেননি। জয় গুপ্তা টাইব্রেকারে গোল করতে না পারায় হারতে হয় লাল-হলুদকে। এরপরেই কোচের সঙ্গে ঝামেলা শুরু হয় সন্দীপের। যা গড়ায় সুপার কাপের শুরুতে। দল নিয়ে গোয়া গেলেও প্রথমে এয়ারপোর্ট ও পরে টিম হোটেলে ঝামেলার জেরে চাকরি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নেন বাঙালি গোলকিপার কোচ।

আরও পড়ুন

এরপরেই তিনি গোটা ঘটনা জানান ইমামি কর্তা বিভাস আগারওয়ালকে। ইমামিও তাঁর পদত্যাগ গ্রহন করে নেয়। সুপার কাপে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে সেমিফাইনালে উঠে গিয়েছে। এবার তাঁদের ম্যাচ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। বাকি দুই ম্যাচ জিততে পারলে সুপার কাপ ফের জিতে নেবে লাল-হলুদ। প্রথম ম্যাচে ডেম্পো এফসি-র বিরুদ্ধে হোঁচট খেতে হলেও, দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। এখন দেখার সন্দীপও তাঁর কোচিং কেরিয়ারে ঘুরে দাঁড়াতে পারেন কিনা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement