Advertisement

East Bengal: ইস্টবেঙ্গলে অস্কারের সহকারী এই বাঙালি, সামলাবেন গুরুদায়িত্ব

স্বপ্ন ছিল শিশির ঘোষের মত স্ট্রাইকার হওয়ার। ইচ্ছে ছিল, বিপক্ষের জালে বল ঢুকিয়ে দলকে এগিয়ে দেওয়ার। কিন্তু বাস্তবে বিপক্ষের স্ট্রাইকারদের হেড বা শট রোখাই হয়ে ওঠে তাঁর কাজ। আর সেই কাজটা এতটাই ভালভাবে করেছেন যে, ফুটবলার হিসেবে কেরিয়ার শেষ করেও এবার তিনি ইস্টবেঙ্গলের (East Bengal) গোলকিপার কোচ। আমরা বলছি, সন্দীপ নন্দীর (Sandip Nandy) কথা।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 2:42 PM IST

স্বপ্ন ছিল শিশির ঘোষের মত স্ট্রাইকার হওয়ার। ইচ্ছে ছিল, বিপক্ষের জালে বল ঢুকিয়ে দলকে এগিয়ে দেওয়ার। কিন্তু বাস্তবে বিপক্ষের স্ট্রাইকারদের হেড বা শট রোখাই হয়ে ওঠে তাঁর কাজ। আর সেই কাজটা এতটাই ভালভাবে করেছেন যে, ফুটবলার হিসেবে কেরিয়ার শেষ করেও এবার তিনি ইস্টবেঙ্গলের (East Bengal) গোলকিপার কোচ। আমরা বলছি, সন্দীপ নন্দীর (Sandip Nandy) কথা।

স্ট্রাইকার হিসেবে শুরু কেরিয়ার
স্ট্রাইকার হিসেবে অমল দত্ত (Amal Dutta) তাঁকে নামিয়েছিলেন ঠিকই, কিন্তু শেষ অবধি ছোটবেলার কোচ গৌতম সরকারের কথা মতোই গোলকিপার হয়ে যান সন্দীপ। তাঁর প্রশস্ত হাত লাল-হলুদকে এনে দিয়েছে আশিয়ান কাপ। এবার তিনি আইএসএল-এ (ISL) ইস্টবেঙ্গল দলের গোলকিপার কোচ। কাজ করবেন অস্কার ব্রুজোর (Oscar Bruzon) সঙ্গে।

জিতেছেন বহু ট্রফি
সোনালি শিবির-মোহনবাগান ম্যাচটাই ছিল তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই ম্যাচের পরেই এক ঝটকায় খুলে গিয়েছিল জাতীয় দলের দরজাও। খেলোয়াড় হিসেবে জিতে নিয়েছেন জাতীয় লিগ, আই লিগ। ইস্টবেঙ্গলের জার্সিতে আশিয়ান কাপ জয় তাঁর কেরিয়ারের অন্যতম সাফল্য। ভারতের বিভিন্ন ক্লাবে দাপিয়ে খেলেছেন সন্দীপ। সেই তালিকায় আছে মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল, মাহিন্দ্রা (Mahindra United), চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) মতো ক্লাব। সেই সন্দীপ নন্দী ফিরে এলেন তাঁরই পুরনো ক্লাবে। তবে এবার শুধু তাঁর ভূমিকা বদলে  গেল। 

গোলকিপার কোচ হিসেবেও দারুণ সফল সন্দীপ
তবে কোচিং কেরিয়ারও বেশ উজ্জ্বল তাঁর। একাধিক ক্লাবে তিনি গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন সুনামের সঙ্গে। আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড (North East United FC), মহমেডান স্পোর্টিং (Mohammeda Sporting), ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) পর রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। আর এবার ফিরলেন প্রাণের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাবে। 

খেলোয়াড় জীবনে তিনি ক্লাবকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের শীর্ষে, এবার গোলকিপিং কোচ হিসেবেও পুরনো ক্লাবকে অনেক কিছু ফেরত দিতে চান বহু যুদ্ধের সৈনিক সন্দীপ নন্দী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement