আরও একবছরের জন্য় ইস্টবেঙ্গলের কোচ থাকছেন অস্কার ব্রুজো। তবে সূত্রের খবর, তিনি কিছু শর্ত দিয়েছেন। ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে স্বাধীনতা চেয়েছেন স্প্যানিশ কোচ। তবে ভাল পারফর্ম করতে না পারা দুই ফুটবলার দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস এবং সল ক্রেসপোকে এখনই ছাড়তে পারছে না লাল-হলুদ।
ইস্টবেঙ্গলেই থাকবেন ডিয়ামান্টাকোস এবং সল
পরের মরসুমেও ইস্টবেঙ্গলেই থাকছেন দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস এবং সল ক্রেসপো। তাঁদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি ছিন্ন করতে গেলে, বিপুল অর্থের ক্ষতিপূরণ দিতে হবে। তাই তাঁরা থেকে যাবেন আগামী মরসুমেও ইস্টবেঙ্গলে। রাফায়েল মেসি বাউলির পারফরমেন্স ইস্টবেঙ্গল কর্তাদের মনে ধরেছে। আর কয়েকটা ম্যাচ দেখে, তাঁকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নতুন তিনজন বিদেশি নিতে চাইছেন অস্কার। সঙ্গে চাইছেন নিজের পছন্দের সাপোর্ট স্টাফ।
ইস্টবেঙ্গল আইএসএল-এর ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চাইছে। নিয়মরক্ষার নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে সম্ভবত বেশির ভাগ রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে খেলতে যাবে ইস্টবেঙ্গল। লাল-হলুদের পাখির চোখ এএফসি চ্যালেঞ্জ লিগ। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে স্বপ্নভঙ্গের যন্ত্রণার জন্য অস্কার ঘুরিয়ে দায়ী করছেন দিমিত্রিয়সের শিশুসুলভ লাল কার্ড দেখাকে।
অস্কার বলছেন, 'এই লাল কার্ডের জন্যই আমরা সুপার সিক্সের বাইরে। যখন বেঙ্গালুরর ওপর চাপ বাড়াচ্ছি তখন এই লাল কার্ডটা হল। সঙ্গে আনোয়ারের চোটও আমাদের চাপ বাড়িয়েছিল। তাও দ্বিতীয়ার্ধে ডিফেন্সে একজন ফুটবলার বাড়িয়ে আমরা চেষ্টা করছিলাম। যাই হোক, এখন আমাদের সম্পূর্ণ ফোকাস এএফসি।' ম্যাচের একমাত্র গোলদাতা রাফায়েল মেসি ম্যাচের পর বলেন, 'আমরা এগিয়ে গিয়েছিলাম। ভাল খেলছিলাম। তারপরেও আমাদের স্বপ্ন শেষ হয়ে গেল। অবশ্যই হতাশ। তবে এখন এএফসি নিয়ে ভাবতে হবে।' সোমবার ইস্টবেঙ্গল অনুশীলনে ছিল ছুটি। মঙ্গলবার অনুশীলন করে বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে এফকে আর্কাদাগের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল।
পরপর ম্যাচ খেলার ক্লান্তির মধ্যেই আনোয়ারের চোট সমস্যা বাড়িয়েছে। বুধবারের ম্যাচে তিনি হয়ত নেই। ফলে ডিফেন্সে চাপ বাড়বে। ফিরতে পারেন ক্লেইটন সিলভা।