Advertisement

East Bengal: সেমিফাইনালের আগে সলের চোট নিয়ে চিন্তা, খেলতে পারবেন পঞ্জাব ম্যাচে?

৪ ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসি-র (Punjab FC) সঙ্গে খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ম্যাচের আগে চাপে লাল-হলুদ ব্রিগেড। কারণ ক্যাপ্টেন সল ক্রেসপোর (Saul Crespo) চোট। পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল সলকে।

saul crespo east bengalsaul crespo east bengal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 7:02 PM IST

৪ ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে পঞ্জাব এফসি-র (Punjab FC) সঙ্গে খেলতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ম্যাচের আগে চাপে লাল-হলুদ ব্রিগেড। কারণ ক্যাপ্টেন সল ক্রেসপোর (Saul Crespo) চোট। পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের আগে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল সলকে।  

দলের সঙ্গে যোগ দিলেন অস্কার
ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)। আর প্রথমদিন অনুশীলনে এসেই মেজাজ চড়া। অনুশীলনে নেমেই দেখলেন মাঠ বেশ শক্ত। তৎক্ষণাৎ চিৎকার করে জল দেওয়ার নির্দেশ দিলেন। স্টেডিয়াম কর্মীরা মাঠে জল দেওয়ার পর শুরু হল অনুশীলন। দু'দলে ভাগ করে ফুটবলারদের প্রায় ঘণ্টাখানেক খেলালেন।  

সল ক্রেসপো কি খেলতে পারবেন সেমিফাইনালে? 
তবে ইস্টবেঙ্গলের চিন্তা বাড়ছে সল ক্রেসপোকে নিয়ে। ১৬ নভেম্বর কলকাতায় আসছেন তিনি। চোটের জন্য তাঁর সেমিফাইনাল খেলা কিছুটা হলেও অনিশ্চিত। এখানে এসে রিহ্যাব শুরুর পর বোঝা যাবে, তিনি কবে মাঠে নামতে পারবেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন গোলরক্ষক প্রভসুখন সিং গিল। আগামী সপ্তাহে তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা। তবে সেমিফাইনালে গিলের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। তবে কবে তিনি সম্পূর্ণ ফিট হবেন সেটাই এখন বড় কথা। ইস্টবেঙ্গল সমর্থকরাও সেদিকে তাকিয়ে রয়েছেন।

কী জানালেন অস্কার?
অনুশীলন শেষে অস্কার বললেন, 'সামনের কয়েকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ফাইনালে যেতে চাই। তবে এখন ভাবনায় শুধুই সেমিফাইনাল। কারণ পঞ্জাব এফসি যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। সুপার কাপের গ্রুপ পর্বে আমরা ছন্দে ছিলাম। অবশ্যই টানা খেলা হলে সুবিধা হত। কিন্তু এটা আমাদের হাতের বাইরে। সবকিছুর পরেও আমাদের চ্যাম্পিয়ন হতে হবে এএফসি স্লটের জন্য।' ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত হলেও অস্কার আশাবাদী, সুপার কাপ শেষের আগেই আইএসএল নিয়ে ছবিটা পরিষ্কার হবে।

Read more!
Advertisement
Advertisement