টানা দুইবার লিগ শিল্ড ঘরে তুলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আইএসএল-এর (ISL) ইতিহাসে প্রথমবার। রেকর্ড গড়াই এখন যেন সবুজ-মেরুনের কাজ। ভারতের রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই জিতে ফেলেছে ডুরান্ড কাপ (Durand Cup), লিগ শিল্ড (ISL League Shield)। তবে রবিবারের ম্যাচের পর, ইস্টবেঙ্গলকে কটাক্ষ করতে ছাড়লেন না মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose)।
রেফারি ম্যানেজ নিয়ে ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের
ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৃঞ্জয় বলেন, 'রেকর্ড তো মোহনবাগানই গড়ে। এটা নতুন কিছু নয়।' সমর্থকরা যখন বাঁধভাঙা উচ্ছ্বাসে মত্ত তখন, নির্লিপ্ত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব। শুধু তৃপ্তির হাসি। আর মুখে জয় মোহনবাগান স্লোগান। ওড়িশাকে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই লিগ জেতা কতটা কঠিন তা জানেন প্রায় সকলেই। তবুও চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা সৃঞ্জয়ের।
'রেফারি ম্যানেজ করে...'
প্রশ্নের মাঝেই, 'আমি একটা বাণী দিচ্ছি' বলে, যদিও নাম না নিয়েই ইস্টবেঙ্গল সমর্থকদের অভিযোগের জবাব দিলেন সৃঞ্জয়। ইস্টবেঙ্গল সমর্থকদের দীর্ঘদিনের অভিযোগ, রেফারি ম্যানেজ করে জয় পায় মোহনবাগান। তা নিয়ে বিতর্কিত টিফো নামিয়ে শাস্তির মুখেও পড়তে হয়েছে তাদের। এর জবাবে সৃঞ্জয় বলেন, 'রেফারি ম্যানেজ করে দুইবার লিগের সেরা হওয়া যায় না। যারা এসব বলছেন, তাদের উচিত নিজেদের দলটা ভালভাবে গড়া।'
ইস্টবেঙ্গলের আশা ক্ষীণ
এবারে ভাল দল গড়লেও, ইস্টবেঙ্গল এখনও ১০ নম্বরেই রয়েছে। প্লে অফে যাওয়ার আশাও বেশ ক্ষীণ অস্কার ব্রুজোর দলের। ফলে এমন কটাক্ষ তো উড়ে আসবেই। তবে সামনে আরও কঠিন লড়াই। ইস্টবেঙ্গলকে এশিয়ার মঞ্চে বাঁচাতে হবে ভারতের তথা বাংলার নাম। কারণ এএফসি চ্যালেঞ্জ কাপে তাদের খেলতে হবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। তারপর সুপার কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। সব মিলিয়ে চাপে লাল-হলুদ। এর মধ্যে মোহনবাগান কর্তাদের এমন কটাক্ষ ইস্টবেঙ্গল সমর্থকদের কাটা ঘায়ে যে নুনের ছিটে দিল তা বলাই যায়।