Advertisement

East Bengal: এ মরসুমে ইস্টবেঙ্গলে দেখা যাবে তালালকে? সমর্থকদের বড় আপডেট ফরাসি তারকার

গত মরসুমে চোটের কারণে একেবারেই খেলতে পারেননি মাদি তালাল (Madih Talal)। তবে এবার ফিরে আসার লড়াইয়ে ফরাসি মিডফিল্ডার। সুপার কাপে দারুণ খেললেও, পরের মরসুমে আইএসএল-এ (ISL) ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) বিপক্ষে খেলতে গিয়েই দেখা দিয়েছিল বিপত্তি। হুগো বুমোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি।

মাদি তালালমাদি তালাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 5:32 PM IST

গত মরসুমে চোটের কারণে একেবারেই খেলতে পারেননি মাদি তালাল (Madih Talal)। তবে এবার ফিরে আসার লড়াইয়ে ফরাসি মিডফিল্ডার। সুপার কাপে দারুণ খেললেও, পরের মরসুমে আইএসএল-এ (ISL) ঘরের মাঠেই শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) বিপক্ষে খেলতে গিয়েই দেখা দিয়েছিল বিপত্তি। হুগো বুমোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি।

বড় ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল
পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এই দাপুটে ফুটবলারকে। তা দেখে প্রায় সকলেই বুঝতে পেরেছিলেন, মাঠের বাইরে থাকতে হবে দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডারকে। সাময়িক সুশ্রুষার পর মাঝে একবার মাঠে ফিরে আসলেও খুব একটা ছাপ ফেলতে পারেননি ফরাসি তারকা। শেষ পর্যন্ত তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বড়সড় প্রভাব ফেলেছিল দলের মধ্যে। 

দলে আসবেন তালাল?
সম্প্রতি ডুরান্ড কাপে ডার্বি ম্যাচ জিতলেও, সেমিফাইনালে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয়েছে লাল-হলুদ ক্লাবকে। বারবার গোল করার পরিস্থিতি থেকে ফিরে আসতে হয়েছে দলকে। স্ট্রাইকার দিমিত্রিয়াস ডিমানটাকোস ডার্বিতে জোড়া গোল করলেও, বুধবার একেবারেই নামের প্রতি সুবিচার করতে পারেননি। মিডফিল্ডার মিগুয়েলও সুযোগ নষ্ট করেছেন। ফলে মাদি তালাল দলে যোগ দেন, তাতে আরও শক্তি বাড়বে ইস্টবেঙ্গলের।

সোশ্যাল মিডিয়ায় কী বললেন?
সোশ্যাল মিডিয়ায় নিজের ফিরে আসার লড়াইয়ের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করছেন তালাল। বার্তা দিচ্ছেন সমর্থকদের। এবার নিজের ট্রেনিংয়ের বেশকিছু ভিডিও উল্লেখ করার পাশাপাশি এবার তাঁকে বলতে শোনা যায় 'যাইহোক আমি এখন সুস্থ। আমি আবার নিজের দলের হয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুত।' এখন অস্কারের দলে তাঁর জায়গা হবে কিনা তা সেটাই দেখার। ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ এ মরসুমে খাতায় কলমে বেশ শক্তিশালী। এর সঙ্গে তালাল যোগ দিলে আরও শক্তি বাড়বে লাল-হলুদের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement