কয়েক দিন আগেই ফেডারেশন (AIFF) আইএসএল (ISL 2025) দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল কারা কারা সুপার কাপ (Super Cup 2025) খেলতে চায়। তিন দিনের মধ্যেই ক্লাবগুলোকে তার জবাব দিতে বলা হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিপ্তে ইস্টবেঙ্গলের তরফে পাল্টা চিঠি দেওয়া হল ফেডারেশনকে।
সেই চিঠিতে ইস্টবেঙ্গলের তরফে সুপার কাপের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মূলত চারটি বিষয়। প্রথমত এবারের সুপার কাপ কোথায় হবে? দ্বিতীয়ত এবারের সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে তারা আগের মতোই কী এসিএল ২ যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ খেলার সুযোগ পাবে? তৃতীয়ত, প্রতিযোগিতা কোন ফর্ম্যাটে আয়োজন করা হবে? গ্রুপ পর্বের ম্যাচ খেলা হবে নাকি নক আউট ফর্ম্যাটে নাকি গ্রুপ পর্বের পর নক আউট থাকবে। চতুর্থত, সুপার কাপে বিদেশি সংখ্যা কত হবে?
এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পরেই নিশ্চিত করবে ইস্টবেঙ্গল। আসলে ভারতীয় ফুটবল দল ছন্দে ফিরে এলেও এখনও ফেডারেশনে সমস্যা মেটেনি। পরের মরসুমে আইএসএল কারা চালাবে সেটাও ঠিক হয়নি। টালমাটাল অবস্থার মধ্যে ফিফার চিঠিও এসে গিয়েছে। পরের মাসের মধ্যে নতুন সংবিধান এনে ভোট করতে হবে ফেডারেশনের। না হলে ফের ব্যানের মুখে পড়তে হবে ভারতীয় ফুটবলকে।
সুপার কাপ শুরু হবে ২৫ অক্টোবর। ফাইনাল ২২ নভেম্বর। এবার সুপার কাপের সঙ্গেই আইএসএল চলবে কিনা সেটা নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ভারতীয় ফুটবল নিয়ে অনেকদিন ধরেই টালবাহানা অব্যাহত। তবে এবার মনে হচ্ছে কিছুটা হলেও সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পেতে শুরু করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিছুদিন আগেই জানা গিয়েছিল, চলতি বছরের শেষে আয়োজিত হবে দেশের সর্বোচ্চ লিগ আইএসএল। ফলে তার আগেই সুপার কাপ আয়োজন করতে চায় ফেডারেশন। এবার সুপার কাপ শুরুর দিনক্ষণ ঘোষণা করে দিল এআইএফএফ। শনিবার রাতে ফেডারেশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।