Advertisement

Super Cup 2025 East Bengal vs Kerala Blasters: কেরলের বিরুদ্ধে ২ গোলে হার, সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল

হেরেই মরসুম শেষ করল ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। রিচার্ড সেলিস, ডিমানটাকোসদের ক্লান্ত লেগেছে। বল পায়ে কাজের কাজ করতে পারেননি। বল ছাড়াও যেন দৌড়তে পারছিলেন না।

নোয়া ও জেমিনেজনোয়া ও জেমিনেজ
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 20 Apr 2025,
  • अपडेटेड 10:25 PM IST

হেরেই মরসুম শেষ করল ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। রিচার্ড সেলিস, ডিমানটাকোসদের ক্লান্ত লেগেছে। বল পায়ে কাজের কাজ করতে পারেননি। বল ছাড়াও যেন দৌড়তে পারছিলেন না। 

প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারত কেরালা

২ মিনিটে নোয়ার ক্রস হিমিনেজ পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারতেন। ৮ মিনিটে রিচার্ড সেলিস দূর থেকে নেওয়া শট অল্পের জন্য বাইরে যায়। ৩৩ মিনিটে ফের হিমিনেজের মিস। সেই নোয়ার ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। এরপরেই গোল করার সুযোগ এসে যায় সেলিসের কাছে। তাঁর শট অল্পের জন্য বাইরে যায়। ৪০ মিনিটে হিমিনেজের পেনাল্টি সেভ করলেও, প্রভসুকান শটের আগে এগিয়ে যাওয়ায় আবার শট নিতে বলেন রেফারি। পরের শট ঠিক দিকে ঝাঁপিয়েও গোল বাঁচাতে পারেননি গিল। এ ক্ষেত্রেও নোয়ার জন্যই পেলান্টি পায় কেরালা। বক্সের মধ্যে তাঁকে ফেলে দেন আনোয়ার আলি। 

গোল নোয়ার

৪৩ মিনিটে বিষ্ণুর শট প্রথম পোস্টে লেগে ফেরার পর, মেসি বাউলি ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন। ইনজুরি টাইমে রিচার্ড সেলিসের ফ্রিকিক বাইরে চলে যায়। ৬৪ মিনিটে ইস্টবেঙ্গলের কফিনে পেরেক পুঁতে দেন নোয়া। দূর থেকে করা শট গোলে ঢোকে। এরপর সব চেষ্টা করেও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। পরপর সুযোগ নষ্ট করেন তাঁরা। ইস্টবেঙ্গলকে দেখে কখনই মনে হয়নি তারা জিততে এসেছে। একটা ক্ষেত্রে সেলিসের শট বারে লাগা ছাড়া আর কিছুই করতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা।

আর তার জেরেই হেরে ফিরতে হচ্ছে গতবারের চ্যাম্পিয়নদের। পরের মরসুমে দলের প্রায় সব বিদেশিকেই বদল করতে হবে। ক্লেইটন আগেই চলে গিয়েছেন। ডিমানটাকোসের যা ফর্ম, তাতে তাঁকে রাখা হবে কিনা সেটাও চিন্তার।   

কারা খেললেন ইস্টবেঙ্গল দলে?
প্রভসুকান গিল, আনোয়ার আলি, লালচুঙ্গনুঙ্গা, জিকসন সিং, আর. সেলিস, দিমিত্রিয়াস ডিয়ামন্টাকোস, এম. রাকিপ, মেসি বাউলি, নাওরেম মহেশ সিং, পিভি বিষ্ণু, হেক্টর ইউস্তে

Advertisement

কেরালা দলে কারা?

নাওচা সিং, নোয়া সাদোই , লেগেটর, শচীন, হরমিপাম, ভিবিন, জিমেনেজ, আদ্রিয়ান লুনা, ড্যানিশ, ড্রিনচিচ, বিকাশ 

Read more!
Advertisement
Advertisement