Advertisement

লড়াই জমিয়ে দিল ডেম্পো, কোন অঙ্কে পরের রাউন্ডে ইস্টবেঙ্গল, মোহনবাগান?

এই মুহূর্তে গ্রুপ এ-এর শীর্ষে। ডার্বি মোহনবাগানকে হারাতে পারলে নকআউটে যাবে ইস্টবেঙ্গল। ড্র করলেও নকআউটে যাবে ইস্টবেঙ্গল। তবে, সেক্ষেত্রে ডেম্পো চেন্নাইয়নকে হারালেও তিন গোলের বেশি ব্যবধানে জেতা যাবে না তাদের।

লড়াই জমিয়ে দিল ডেম্পো, কোন অঙ্কে পরের রাউন্ডে ইস্টবেঙ্গল, মোহনবাগান?লড়াই জমিয়ে দিল ডেম্পো, কোন অঙ্কে পরের রাউন্ডে ইস্টবেঙ্গল, মোহনবাগান?
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 29 Oct 2025,
  • अपडेटेड 8:02 AM IST
  • এই মুহূর্তে গ্রুপ এ-এর শীর্ষে
  • মোহনবাগানকে হারাতে পারলে নকআউটে যাবে ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ড্র করে সুপার কাপের নক আউটের লড়াই জমিয়ে দিল ডেম্পো স্পোর্টস ক্লাব। দুই ম্যাচ ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার অন্যতম দাবিদার এখন তারাও। শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়েন এফসির। দুই নম্বরে মোহনবাগান। এমন পরিস্থিতিতে ডার্বি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই যায়।

কোন দল কোন অঙ্কে নকআউটে?

ইস্টবেঙ্গল কীভাবে যেতে পারে নক আউটে?

আরও পড়ুন

এই মুহূর্তে গ্রুপ এ-এর শীর্ষে। ডার্বি মোহনবাগানকে হারাতে পারলে নকআউটে যাবে ইস্টবেঙ্গল। ড্র করলেও নকআউটে যাবে ইস্টবেঙ্গল। তবে, সেক্ষেত্রে ডেম্পো চেন্নাইয়নকে হারালেও তিন গোলের বেশি ব্যবধানে জেতা যাবে না তাদের।

মোহনবাগানকে নক আউটে যেতে কী করতে হবে?

একটাই সমীকরণ। নকআউটে যেতে গেলে তাদের জিততে হবে। নাহলে আর অন্য কোনও উপায় নেই।

ডেম্পোর নক আউটে যাওয়ার সম্ভাবনা কতটা?

চেন্নাইয়নকে হারাতে হবে ৫ গোলে। সেইসঙ্গে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ড্র হতে হবে।

ডার্বি ড্র হলে, কারা যাবে নক আউটে?

ধরা যাক, ডেম্পো ৪-০ গোলে হারাল চেন্নাইয়নকে। আর ডার্বি শেষ হল গোলশূন্য অবস্থায়। সেই পরিস্থিতিতে ডেম্পোর সঙ্গে ইস্টবেঙ্গলের হেড টু হেড, গোল পার্থক্য, গোল করা সবকিছু সমান হবে। তখন লটারির মাধ্যমে ঠিক হবে নকআউটে কে যাবে ইস্টবেঙ্গল নাকি ডেম্পো। সব মিলিয়ে মণ্ডবীর তীরে লড়াই জমজমাট। কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় লাল-হলুদ। গোল পার্থক্য এগিয়ে রেখেছে তাদের। যদিও বড় ম্যাচে অন্তত ড্র চাই অস্কার ব্রুজোর দলের। প্রথম ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে ড্র করে চাপে পড়তে হলেও, মঙ্গলবার চার গোলে জেতার পর আর মোহনবাগানের ড্র, লাল-হলুদকে অনেকটাই এগিয়ে দিয়েছে। কিছুটা চাপে পড়েছে হোসে মলিনার দল। প্রায় সব শক্তি প্রয়োগ করেও ৩ পয়েন্ট পাওয়া হয়নি সবুজ-মেরুনের। সেটাই ডেম্পো কোচ সমীর নায়েকের কৃতিত্ব। অঙ্ক কষে আটকে দিয়েছেন বড় দলকে। একবার নয়, পরপর দুই ম্যাচে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement