Advertisement

East Bengal: সুপার কাপে নামছে ইস্টবেঙ্গল, ম্যাচ দেখানো নিয়ে সমস্যা, কীভাবে দেখবেন?

কাল শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। একই দিনে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। লাল-হলুদের সামনে যখন ঘুরে দাঁড়ানোর লড়াই, তখন মোহনবাগানের লক্ষ্য সুপার কাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ফের প্রমাণ করা। তবে সমস্যা অন্য জায়গায়। ইস্টবেঙ্গলের ম্যাচ দেখানো নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • গোয়া,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 2:11 PM IST

কাল শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2025)। একই দিনে অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। লাল-হলুদের সামনে যখন ঘুরে দাঁড়ানোর লড়াই, তখন মোহনবাগানের লক্ষ্য সুপার কাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ফের প্রমাণ করা। তবে সমস্যা অন্য জায়গায়। ইস্টবেঙ্গলের ম্যাচ দেখানো নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

ইস্টবেঙ্গল তাঁদের প্রথম দুই ম্যাচ খেলবে ব্যাম্বোলিমে। সেখানে সম্প্রচার নিয়ে আপত্তির কথা জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা জিও হটস্টার। আবার, ম্যাচ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়াও এখন সম্ভব নয়। ফলে সম্প্রচার কীভাবে হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। ম্যাচ সরাসরি দেখানো নিয়ে সমস্যা ও মাঠের খারাপ হাল নিয়ে ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দিয়েছে লাল-হলুদ ক্লাব। চাপের মধ্যে পড়ে, ফেডারেশন জানিয়ে দিয়েছে, টিভিতে ইস্টবেঙ্গল বনাম ডেম্পো ম্যাচ দেখা না গেলেও, লাইভ স্ট্রিমিং হবে।

অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট শনিবার খেলবে জহরলাল নেহেরু স্টেডিয়ামে। সেখান থেকে ম্যাচ দেখানো নিয়ে কোনও সমস্যা নেই। ফলে এই ম্যাচ সরাসরি দেখা যাবে জিও হটস্টারে। দুই ম্যাচ পরেই ডার্বি। ফলে দুই দলের সমর্থকরাই চাইবেন ম্যাচ দেখতে। তবে সে সুযোগ না পেলে ক্ষোভ বাড়বে। ইতিমধ্যেই এই অব্যবস্থার জন্য সোশ্যাল মিডিয়ায় ফেডারেশনের দিকে আঙুল তুলছেন তারা।

মাঠ সমস্যায় ইস্টবেঙ্গল
অনুশীলনের মাঠ নিয়েও সমস্যায় পড়তে হয়েছে লাল-হলুদ ক্লাবকে। যে মাঠ তাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছিল তা একেবারেই অনুপযুক্ত। সে কারণেই নিজেদের টাকায় মাঠ ভাড়া করে প্র্যাকটিস সারতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। স্থানীয় পঞ্চায়েতের মাঠে প্র্যাকটিস করতে হচ্ছে তাঁদের। টিম সূত্র খবর, মাঠের মতো অনুশীলনে যাতায়াতের বাস বা জলের ব্যবস্থাও করা হয়নি সুপার কাপ আয়োজকদের তরফে। তাও করে নিতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

একদিন আগেই ফেডারেশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। সুপার কাপে লাল-হলুদের সঙ্গে বৈষম্য হচ্ছে বলে দাবি করেন তিনি। গোয়ায় অনুশীলন মাঠের সমস্যা থেকে ইস্টবেঙ্গলের প্রথম দু'টো ম্যাচ বিকালে করা নিয়ে প্রশ্নও তোলেন। এদিন মাঠ ভাড়া করে অনুশীলন প্রসঙ্গে তিনি বলেন, "দল থেকে আমাকে বলেছিল, মাঠ পাওয়া যায়নি। ফেডারেশনে ফোন করেছিলাম, ওরা ধরেনি। টিম বাস, জলের ব্যবস্থা নিজেদের করতে হয়েছে।” সুপার কাপের সূচি পরিবর্তন নিয়ে ফেডারেশনের তরফে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন তিনি। এমনিতে ওই পঞ্চায়েতের মাঠে অনুশীলনের জায়গা ভালো হলেও সেখানে ড্রেসিংরুম সংক্রান্ত পরিকাঠামোর কিছু অভাব রয়েছে। তারমধ্যে অনুশীলন করে ইস্টবেঙ্গল।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement