সুপার কাপের দামামা বেজে গিয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। তার আগে বৃহস্পতিবার গ্রুপ বিন্যাসের পর দেখা গেছে, একই গ্রুপে ভায়গা পেয়েছে বাংলার দুই প্রধান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ফলে আগামী ৩১ অক্টোবর আবারও দেখা যাবে ইস্ট-মোহন দ্বৈরথ। তবে সেই ম্যাচ নিয়ে একেবারেই চিন্তিত নন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।
চলতি মরসুমে ইতিমধ্যেই দুটি ডার্বি ভিতে ফেলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপের ডার্বি জিততে পারলেই, এক মরশুমে ডার্বি জয়ের হ্যাটট্রিক করবে ইস্টবেঙ্গল। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার অনুশীলন শেষে ইস্টবেঙ্গল গ্রেড গোচ অস্কার প্রজ্যে বলেন, 'ভাবি বড় ম্যাচ। দল তৈরি রয়েছে এবং আমল ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি।' দলের প্রস্তুতি প্রসঙ্গে অস্কার বলেন, 'দল যথেষ্ট তৈরি। আমরা ডুরান্ড কাপে ভাল বল করেছি। তবে সুপার কাপে আমাদের একটা হারলে চলবে না।'
পুজোর আগেই হিরোশি ইনুসুকির কলকাতায় আসার কথা থাকলেও, সেই সম্ভাবনা এখন বেশ কম। সেই বিষয়ে অস্কার বলেন, "হিরোশির ভিসার কাজ চলছে। আশা করছি পুজোর পরেই শহরে চলে আসবে।" এদিকে বৃহস্পতিবারের অনুশীলনে সাইডলাইনেই রিহ্যাব করেছেন সৌভিক চক্রবর্তী এবং লালচুংনুঙ্গা। বাকি জলকে নিয়ে আক্রমণাত্মক অনুশীলনই করিয়েছেন অস্কার।
কোন গ্রুপে কারা?
গ্রুপ এ- মোহনবাগান সুপার জায়েন্ট, চেন্নাইয়েন এফসি, ইস্টবেঙ্গল এফসি, রিয়াল কাশ্মীর এফসি
গ্রুপ বি- এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশি
গ্রুপ সি- বেঙ্গালুরু এফসি, মহমেডান স্পোর্টিং, পঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি
গ্রুপ ডি- মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি. হায়দ্রাবাদ এফসি. রাজস্থান ইউনাইটেড এফসি
২৭ অক্টোবর বিকাল ৫টা হায়দ্রাবাদ এফসি বনাম মুম্বই সিটি এফসি
৩রা নভেম্বর বিকাল ৫টা রাজস্থান ইউনাইটেড বনাম মুম্বই সিটি এফসি
৬ই নভেম্বর সন্ধ্যা ৭:৩০ কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি
কবে হতে পারে ডার্বি ম্যাচ?
২৫/১০ ৫:০০ ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর
২৮/১০ ৫:০০ ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়েন এফসি
৩১/১০ ৭:৩০ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্ট