Advertisement

Super Cup 2025: মাঠে নামার আগেই লাল কার্ড, সুপার কাপের সেমিফাইনালে অবাক কাণ্ড

ম্যাচে নামার আগেই ঝামেলায় জড়ালেন এফসি গোয়ার ক্যাপ্টেন গুয়ারোচেনা। লাল কার্ড দেখতে হল তাঁকে। সুপার কাপের সেমিফাইনালে টানেল দিয়ে বেরনোর সময় রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন গুয়ারোচেনা। দুই দলের মাঠে নামতে দেরি হতে থাকে। বিপদ বুঝেই তাঁকে দল থেকে সরিয়ে নেন কোচ মানেলো মার্কেজ। তাঁর জায়গায় হাভিয়ার সিভেরিওকে নামিয়ে দেন। তাতেও সমস্যা মেটেনি।

গুয়ারোচেনা ও মানেলো মার্কেযগুয়ারোচেনা ও মানেলো মার্কেয
Aajtak Bangla
  • গোয়া,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 8:38 PM IST

ম্যাচে নামার আগেই ঝামেলায় জড়ালেন এফসি গোয়ার ক্যাপ্টেন গুয়ারোচেনা। লাল কার্ড দেখতে হল তাঁকে। সুপার কাপের সেমিফাইনালে টানেল দিয়ে বেরনোর সময় রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন গুয়ারোচেনা। দুই দলের মাঠে নামতে দেরি হতে থাকে। বিপদ বুঝেই তাঁকে দল থেকে সরিয়ে নেন কোচ মানেলো মার্কেজ। তাঁর জায়গায় হাভিয়ার সিভেরিওকে নামিয়ে দেন। তাতেও সমস্যা মেটেনি।

কার্ড দেখতে হয় গুয়ারোচেনাকে। তবে তাঁর মাথা গরম হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে দলে বদল আনতে হয় এফসি গোয়াকে। টানেলে দেখা যায় গুয়ারোচেনা বিপক্ষের ফুটবলারদের তাঁর শর্টস দেখাতে থাকেন। সেই সময়ই ঠিক কী ঘটেছে তা জানা না গেলেও, এফসি গোয়া মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে নামতে পারলেন না গুয়ারোচেনা।

পঞ্জাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ৩-১। শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লাল-হলুদ। ১২ মিনিটেই প্রথম গোল তুলে নেয় অস্কার ব্রুজোর দল। গোল করেন রাশিদ। পরে বাকি দুই গোল করেন কেভিন সিবিয়ে। ব্যবধান বাড়ান ক্যাপ্টেন সল ক্রেসপো। সেই ব্যবধান কমাতে পারেনি পঞ্জাব।

কর্নার থেকে গোল পান রশিদ। দূর থেকে শট করে গোল করেন তিনি। যদিও সেই লিড খুব বেশি সময় স্থায়ী হয়নি। বিপিনের ভুলে পেনাল্টি পেয়ে যায় পঞ্জাব। হেড করতে উঠে নাগালে না পেয়ে হাতে বল লাগিয়ে ফেলেন বিপিন। রামিরেজের গোলে সমতা ফেরায় পঞ্জাব। এই ম্যাচে লাল কার্ড দেখেন কোচ অস্কার ব্রুজো। প্রথমার্ধে ইস্টবেঙ্গল সিবিয়ের গোলে এগিয়ে যেতেই চতুর্থ রেফারিকে অঙ্গভঙ্গি করেন কোচ। লাল কার্ড দেখতে হয় তাঁকে।

আগেই হলুদ কার্ড দেখেছিলেন। তখন সতর্ক হলে এ সমস্যা হত না। ফাইন্নালেও হয়ত  তিনি ডাগ আউটে থাকবেন না। দ্বিতীয়ার্ধে পঞ্জাব এফসির খুব কমই সুযোগ পায়। কারণ ইস্টবেঙ্গল - দ্বিতীয় ৪৫ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর আরও গোলের সন্ধান শুরু করে। শেষ ১০ মিনিটের মধ্যেই গিলকে পরীক্ষা করতে শুরু করে এবং প্রতিপক্ষ বক্সে প্রবেশ করতে শুরু করে। তবে অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণে। 

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement