Advertisement

East Bengal: চিন্তা বাড়ল ইস্টবেঙ্গলের, সেমিফাইনালের আগে চোট তারকার

সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার খেলতে নামছে ইস্টবেঙ্গল। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে এই ম্যাচের আগে দারুণ ছন্দে লাল-হলুদ। কলকাতায় দলের রিজার্ভ টিমের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর, গোয়ায় গিয়ে ডেম্পোর বিরুদ্ধেও দারুণ জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। সবচেয়ে বড় কথা চোট সারিয়ে গোল পেয়েছেন সল ক্রেসপো। তবে রবিবার চিন্তা বাড়ল কোচ অস্কার ব্রুজোর।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • গোয়া,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 11:10 AM IST

সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার খেলতে নামছে ইস্টবেঙ্গল। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে এই ম্যাচের আগে দারুণ ছন্দে লাল-হলুদ। কলকাতায় দলের রিজার্ভ টিমের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর, গোয়ায় গিয়ে ডেম্পোর বিরুদ্ধেও দারুণ জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। সবচেয়ে বড় কথা চোট সারিয়ে গোল পেয়েছেন সল ক্রেসপো। তবে রবিবার চিন্তা বাড়ল কোচ অস্কার ব্রুজোর।

বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল 

সুপার কাপ সেমিফাইনালের আগে গোয়ায় প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলের। ডেম্পোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলকে দেখেও নিয়েছেন কোচ অস্কার ব্রুজোন। শনিবার ছিল অনুশীলনে ছুটি। রবিবার গোয়ার ডন বস্কো ক্লাবের মাঠে অনুশীলনে নেমেছিল লাল-হলুদ। আর সেখানেই খানিক বিপত্তি। গোড়ালিতে চোট পেলেন দলের লেফট ব্যাক জয় গুপ্তা। প্রসঙ্গত, তাঁকেই প্রথম একাদশে রেখে সেমিফাইনালের ছক সাজাচ্ছিলেন কোচ অস্কার। জয়ের চোট কতটা গুরুতর, তা বোঝা যাবে সোমবারের অনুশীলনে। 

তবে ইস্টবেঙ্গল সেমিফাইনালে জয়কে না পেলে অস্কারের যে চিন্তা বাড়বে, তা বলাই বাহুল্য। দলে আর কোনও চোট-আঘাত সমস্যা নেই। পাশাপাশি, চোট কাটিয়ে সল ক্রেসপো পুরোপুরি ফিট হয়ে ওঠায় স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ। অস্কারের চোখ এখন পাঞ্জাবকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার দিকে। সমর্থকদেরও আশা, সুপার কাপ ফাইনালে উঠতে খুব একটা সমস্যা হবে না। পঞ্জাব এখনও দল গুছিয়ে উঠতে পারেনি।

পাঁচ বিদেশিকে নিয়ে দল সাজাবেন অস্কার
মনে করা হচ্ছে ছয় নয়, পাঁচ বিদেশিকে নিয়েি দল সাজাবেন ইস্টবেঙ্গল কোচ। ডেম্পো ম্যাচে সে রকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ডিফেন্সে আর্জেন্তিনার কেভিন সিবিয়ে। মাঝমাঠে ক্রেসপো ও প্যালেস্তাইনের মহম্মদ রশিদ। আর ফরোয়ার্ডে ব্রাজিলের মিগুয়েলের সঙ্গে হামিদ। পরে নামবেন হিরোশি। এখনও অবধি জাপানি স্ট্রাইকার নজর কাড়তে না পারলেও, প্রস্তুতি ম্যাচে গোল করেছেন। কোচ থেকে শুরু করে সমর্থকদের আশা, তিনি ম্যাচেও গোলের মধ্যে ফিরে আসবেন। ফলে বৃহস্পতিবারের ম্যাচ তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পঞ্জাবের বিরুদ্ধে গোল পেলে বাকি মরসুমে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন তিনি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement