Advertisement

Mohun Bagan: চোট ৩ তারকার, DHFC ম্যাচের আগে চাপ বাড়ল মোহনবাগানের

শনিবার ডুরান্ড কাপের (Durand Cup 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) । তবে সেই ম্যাচে নামার আগে, চোট-আঘাতে জর্জরিত মোহনবাগান শিবির। কিছুদিন আগেই, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়াকে (Apuia Ralte)। চোট পেলেন কিয়ান নাসিরিও (Kiyan Nasiri)।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2025,
  • अपडेटेड 5:52 PM IST

শনিবার ডুরান্ড কাপের (Durand Cup 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) । তবে সেই ম্যাচে নামার আগে, চোট-আঘাতে জর্জরিত মোহনবাগান শিবির। কিছুদিন আগেই, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়াকে (Apuia Ralte)। চোট পেলেন কিয়ান নাসিরিও (Kiyan Nasiri)।

ডানদিক নিয়ে সমস্যায় মোহনবাগান
বৃহস্পতিবার অনুশীলনের মাঝ পথেই ডান পায়ে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন কিয়ান নাসিরি। চোট এতটাই গুরুতর ছিল যে নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়ার মত পরিস্থিতিও ছিল না তাঁর। গত বিএসএফ ম্যাচে মনবীর সিং উঠে যাওয়ার পরে, সেই জায়গা মাঠে এসেছিলেন কিয়ান নাসিরি। ফলে এদিন তাঁর চোট লাগায়, স্বাভাবিকভাবেই ডান দিকে কাকে খেলাবেন, সেই নিয়ে চিন্তায় থাকবেন মোলিনা।

খেলবেন আপুইয়া, নেই দীপেন্দু 
বৃহস্পতিবার সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে পুরোদমে দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন তিনি। অপরদিকে বৃহস্পতিবার সাইডলাইনে ফিজিক্যাল ট্রেনারের তত্ত্বাবধানে অনুশীলন করতে দেখা গেল স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজকে। আগামী ম্যাচে হয়ত প্রথম থেকে তাঁকে খেলাবেন না হেড কোচ জোসে মোলিনা। এছাড়াও পরপর দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায়, ডায়মন্ড হারবার ম্যাচে নেই বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস।

চোট পেয়েছেন মনবীর
অপরদিকে গত বিএসএফ ম্যাচে প্রথমার্ধের শেষের দিকে পায়ে হালকা চোট পেয়েছিলেন মনবীর সিং। তাই শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেননি  কোচ হোসে মোলিনা। বৃহস্পতিবার অনুশীলনে দলের সঙ্গে শুরুতে বেশ কিছুক্ষণ জিম সেশন করলেও, মূল দলের সঙ্গে অনুশীলন করেননি মনবীর। গত ম্যাচে যেহেতু তিনি চোট পেয়েছিলেন, তাই পরবর্তী ম্যাচে তাঁকে খেলানোর কতটা ঝুঁকি নেবেন মোলিনা, সেই উত্তর সময় দেবে। এছাড়া এসব প্রতিকূলতার মাঝে, আরও একটা চিন্তার ভাঁজ মোলিনার কপালে। 

কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। এবার ডায়মন্ডহারবারকে হারাতে পারলে শেষ আটে পৌঁছতে পারবে মোহনবাগানও। আর জয় দিয়ে নক আউটে যেতে পারলে আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement