ট্রান্সফার মার্কেটে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়েন্ট নয়, চমকের পর চমক দিচ্ছে ডায়মন্ড হারবার এফসি। এবার পঞ্জাব এফসির হয়ে আইএসএল-এ খেলা লুকা মাজশেনকে সই করাল তারা। এর আগে কোচ কিবু ভিকুনা ক্লেটন সিলভেইরাকে সই করিয়েছেন। আর এবার লুকাকে সই করাচ্ছে তারা।
আসন্ন ডুরান্ড কাপ এবং আই-লিগ ২০২৫-২৬ সিজনে শক্তিশালী পারফরম্যান্স দেখানোর লক্ষ্য রয়েছে এই বাংলার দলটির। লক্ষ্য এবারেই আই লিগ জিতে আইএসএল- এ নিজেদের জায়গা পাকা করা। এই লক্ষ্য পূরণে ডায়মন্ড হারবার এফসি ম্যানেজমেন্ট অনেক আগে থেকেই দল গঠনের কাজে মনোনিবেশ করেছে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড় নির্বাচনে বিশেষ নজর দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভেইরা, আইএসএল অভিজ্ঞ সেন্টার-ব্যাক মেলরয় অ্যাসিসি, মিডফিল্ডার পল রামফাংজাউভা এবং স্প্যানিশ ডিফেন্ডার মিকেল কোর্তাজারের মতো খেলোয়াড়দের দলে যুক্ত করা হয়েছে। এই সইগুলি দলের শক্তি বাড়িয়েছে, কিন্তু ম্যানেজমেন্টের পরিকল্পনা এখানেই শেষ নয়। সাম্প্রতিক সূত্রে জানা গেছে, দলটি এখন স্লোভেনিয়ান স্ট্রাইকার লুকা মাজসেনকে (Luka Majcen) দলে নিয়ে আসার জন্য উদ্যোগী হয়েছে। এই সই নিঃসন্দেহে দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে।
৩৫ বছর বয়সী লুকা মাজসেন ভারতীয় ফুটবলে এক পরিচিত নাম। ২০২০ সালে ভারতে পা রেখে তিনি চার্চিল ব্রাদার্সের হয়ে আই-লিগে ১৫ ম্যাচে ১১ গোল করে নজর কাড়েন। এরপর ২০২১ সালে বেঙ্গালুরু ইউনাইটেডে যোগ দিয়ে তিনি ২০২১ ডুরান্ড কাপে দলকে সেমিফাইনালে নিয়ে যান এবং ব্যাঙ্গালোর সুপার ডিভিশনে ১৫ গোল করে শীর্ষ গোলদাতা হন। ২০২২ সালে গোকুলাম কেরালার হয়ে তিনি আই-লিগ শিরোপা জিতে নেন এবং এএফসি কাপে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দুটি গোল করেন।
২০২২-২৩ সিজনে পঞ্জাব এফসি-র হয়ে তিনি ২০ ম্যাচে ১৬ গোল করে আই-লিগের গোল্ডেন বুট এবং ‘প্লেয়ার অফ দ্য লিগ’ পুরস্কার জিতে দলকে আইএসএল-এ উন্নীত করেন। ২০২৪-২৫ আইএসএল সিজনে তিনি পঞ্জাব এফসি-র হয়ে ২০ ম্যাচে ১০ গোল করেন। তবে, পঞ্জাব এফসি গত জুন মাসে তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নেয়।