Advertisement

Super Cup 2025: সুপার কাপ শুরু হচ্ছে কবে থেকে? সিদ্ধান্ত আজই

ফুটবল মরসুম দ্রুত শুরু করতে ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনও ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়নি কবে থেকে শুরু হবে সুপার কাপ। ফেডারেশন কর্তারা একটা কথা বুঝতে পেরেছেন, যতক্ষণ না আইএসএলের ভবিষ্যৎ সুস্পষ্ট হচ্ছে, ক্লাবগুলো সুপার কাপ খেলার সবুজ সংকেত দেবে না।

সুপার কাপ ও কল্যাণ চৌবেসুপার কাপ ও কল্যাণ চৌবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 2:05 PM IST

ফুটবল মরসুম দ্রুত শুরু করতে ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এখনও ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়নি কবে থেকে শুরু হবে সুপার কাপ। ফেডারেশন কর্তারা একটা কথা বুঝতে পেরেছেন, যতক্ষণ না আইএসএলের ভবিষ্যৎ সুস্পষ্ট হচ্ছে, ক্লাবগুলো সুপার কাপ খেলার সবুজ সংকেত দেবে না। 

কবে শুরু হতে পারে সুপার কাপ?
প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল, সেপ্টেম্বরের মাঝামাঝি সুপার কাপ শুরু হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। ছয় সপ্তাহ ন্যূনতম সময় প্রয়োজন দলগুলোর অনুশীলনের জন্য। সূত্রের খবর, ফেডারেশনের পক্ষ থেকে বেসরকারিভাবে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সুপার কাপ শুরু হতে পারে। সেক্ষেত্রে ক্লাবগুলো পর্যাপ্ত সময় পাবে। 

কোথায় হবে সুপার কাপ?
কিন্তু সুপার কাপ কোথায় হবে, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শনিবার রাত ন'টায় জরুরি ভিত্তিতে ফেডারেশনের কর্মসমিতির বৈঠক ডাকা হয়েছে। তবে শুধু সুপার কাপ নয়, টেন্ডার প্রক্রিয়া কীভাবে করা হবে সেই নিয়েও এই বৈঠকে আলোচনা হবে। এখন ক্লাবগুলো অপেক্ষা করছে, ফেডারেশন এই নিয়ে সরকারিভাবে কবে জানাবে। তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি ক্লাবগুলো অপেক্ষা করছে, এফএসডিএল নিজেদের আগামী পরিকল্পনা নিয়ে কোনও বার্তা দেয় কি না। কারণ তার উপর ক্লাবগুলোর নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নির্ভর করবে।

উল্লেখ্য, কাফা নেশন্‌স কাপের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে সোমবার ভারতের প্রতিপক্ষ ওমান। আফগানিস্তান ম্যাচের পর ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বলেছেন, 'তিন সপ্তাহ আগে আমরা যখন জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছিলাম, একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। এই প্রতিযোগিতাটা শুধু আমরা খেলতে আসার জন্য আসব না। চেষ্টা করব পরের রাউন্ডে যাওয়ার। অবশেষে আমরা প্লে-অফে এসেছি। যদিও পারফরমেন্স আরও ভাল হতে পারত।'

অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শনিবার দোহায় কাতারের বিরুদ্ধে নামছে ভারতের অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement