Advertisement

East Bengal: কেন ডিমানটাকোসকে ছাঁটাই করল ইস্টবেঙ্গল? জানা গেল আসল কারণ

দিমিত্রিতাস ডিমানটাকোসকে মরসুমের মাঝে ছেড়ে দিল ইমামি ইস্টবেঙ্গল। সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানায় লাল-হলুদ ক্লাব। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট? জানা গেল সে কারণ।

ডিমানটাকোস ও ইস্টবেঙ্গল দল ডিমানটাকোস ও ইস্টবেঙ্গল দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 5:33 PM IST

দিমিত্রিতাস ডিমানটাকোসকে (Dimitros Dimantakos) মরসুমের মাঝে ছেড়ে দিল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানায় লাল-হলুদ ক্লাব। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট? জানা গেল সে কারণ।  

কেন ছাঁটাই করা হল গ্রিক তারকাকে?
 গত মরসুমে ডিমানটাকোস ভাল খেলতে না পারলেও, এ মরসুমে ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছিলেন। বিশেষ করে ডার্বি ম্যাচে দারুণ গোল করে সেই বার্তাই দিয়েছিলেন গ্রীক ফুটবলার। তবে ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছেন ডিমানটাকোস। আর তাতেই রীতিমত ক্ষুব্ধ ছিলেন কোচ অস্কার ব্রুজো। ম্যাচ শেষ হওয়ার পর, ঘনিষ্ঠ মহলে অস্কার সেই ক্ষোভের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, 'এই দলের এক নম্বর স্ট্রাইকার? এত গোলের সুযোগ নষ্ট করল!' পাশাপাশি ডার্বি ম্যাচে পেনাল্টি থেকে গোল পেলেও সে প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি অস্কার। বলেন, 'ডার্বিতে শুধু পেনাল্টি থেকে গোল করেই হয়ে গেল?' 
 
কেন মরসুমের আগে ছেড়ে দেওয়া হয়নি ডিমানটাকোসকে?
গত মরসুমের শেষে ডিমানটাকোসের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল, গোল মিস করে হাত পা ছোড়ার অভ্যাস দলকে বিপদে ফেলছিল। রেফারির প্রতি বারবার অসন্তোষ প্রকাশ করায় হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সমর্থকদের একাংশ এই মরসুম শুরু হওয়ার আগে চূড়ান্ত ব্যর্থ গ্রীক স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছিলেন। তবে বিরাট ক্ষতিপূরণের কথা মাথায় রেখেই সেই কাজ করতে পারেনি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। 

ডিমানটাকোসের জায়গায় তালালকে ফেরাবে ইস্টবেঙ্গল?
তবে তাঁর জায়গায় কে? জানা যাচ্ছে, মাদিহ তালাল গত মরসুমে খেলতে না পারলেও, এ মরসুমে তিনি সুপার কাপের আগেই ফেরত আসতে পারেন। তিনি জোর কদমে প্রস্তুতি সারছেন। তবে এক্ষেত্রেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তা হল গোল করবেন কে? তালাল তো মিডফিল্ডার, স্ট্রাইকার নন। তবে কি ভারতীয় স্ট্রাইকারদের দিয়েই বাজিমাত করতে চাইছে ইস্টবেঙ্গল? সে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement