Advertisement

East Bengal: ডেম্পোর বিরুদ্ধে দেবজিৎকে খেলাবে ইস্টবেঙ্গল? যা জানালেন অস্কার

শনিবার সুপার কাপের প্রথম ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে নামার আগে চাপে ইস্টবেঙ্গল শিবির। শিল্ড ফাইনালে হারের ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই যোগ হয়েছে দলের গোলকিপার দেবজিৎ মজুমদারকে নিয়ে বিতর্ক। যদিও কোচ অস্কার ব্রুজো বাঙালি গোলকিপারের পাশেই দাড়াচ্ছেন। যদিও ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে তাঁকে নামানোর প্ল্যান থাকলেও, চোটের কারণে তিনি খেলতে পারবেন না।

দেবজিৎ মজুমদার ( ছবি সৌজন্যে- ইস্টবেঙ্গল)দেবজিৎ মজুমদার ( ছবি সৌজন্যে- ইস্টবেঙ্গল)
Aajtak Bangla
  • গোয়া,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 7:03 PM IST

শনিবার সুপার কাপের (Super Cup 2025) প্রথম ম্যাচে ডেম্পোর (Dempo) বিরুদ্ধে নামার আগে চাপে ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। শিল্ড ফাইনালে হারের ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই যোগ হয়েছে দলের গোলকিপার দেবজিৎ মজুমদারকে নিয়ে বিতর্ক। যদিও কোচ অস্কার ব্রুজো বাঙালি গোলকিপারের পাশেই দাড়াচ্ছেন। যদিও ডেম্পোর বিরুদ্ধে ম্যাচে তাঁকে নামানোর প্ল্যান থাকলেও, চোটের কারণে তিনি খেলতে পারবেন না। 

ডেম্পোকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না অস্কার। গোয়ার দলের কোচ সমীর নায়েকের সঙ্গে পুরনো সম্পর্কের খাতিরে নিয়মিত যোগাযোগ আছে বলে জানান অস্কার। অন্যদিকে সৌভিকও বলেন, 'আমরা সেরাটা দেব। নতুন প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন দেশে খেলে এসেছে। ফলে সমস্যা হবে না।' আইএফএ শিল্ডের ফাইনালের টাইব্রেকারে প্রভসুখন গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে নামানো হয়েছিল। সেই নিয়ে যত বিতর্কের সূত্রপাত। সুপার কাপের প্রথম ম্যাচে দেবজিৎ খেলতে পারবেন না। সেটাও জানিয়ে দিলেন অস্কার। তিনি বলেন, 'ভেবেছিলাম, ডেম্পোর বিরুদ্ধে দেবজিতকে খেলাব। কিন্তু এদিন অনুশীলনে ও চোট পেয়েছে। তাই কাল কাকে খেলাব, সেটা কালকেই সিদ্ধান্ত নেব।'

ডেম্পোকে যদিও হাল্কাভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। অস্কার জানালেন, 'সুপার কাপ জিতলে এএফসি’র টুর্নামেন্টে সরাসরি খেলা যায়। আমরা প্রমাণ করতে চাই, ভারতের সেরা ক্লাবগুলোর মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম। সুপার কাপে কোনও ম্যাচ হালকাভাবে নেওয়া যাবে না। গত মরসুমে আমরা খুব ভালো পারফর্ম করতে পারিনি। এবছর সমর্থকদের জন্য ভালো কিছু করতে চাই। ফুটবলাররা তৈরি আছে। চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত।' 

গোয়ায় এসে আবেগপ্রবণ ইস্টবেঙ্গল কোচ। একটা সময় স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার হয়ে কোচিং করিয়েছেন তিনি। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সময়েই স্ত্রীর সঙ্গে আলাপ হয় অস্কারের। সে কথাও জানাতে ভুললেন না ইস্টবেঙ্গল কোচ। তবে প্রশ্ন হল, ফলে গোয়া নিয়ে সুন্দর স্মৃতি রয়েছে তাঁর মনে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কি ‘সুন্দর স্মৃতি’ নিয়ে ফিরতে পারবেন?

Advertisement

Read more!
Advertisement
Advertisement