Advertisement

Xavi Hernandez: লা লিগা, EPL-এর পাশাপাশি মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বিও উপভোগ করেন জাভি

পেশাদার ফুটবল কেরিয়ার শেষ করেছেন অনেক আগেই। কোচ হিসাবে কাজ শুরু করলেও, এখন সে কাজও করছেন না কোথাও। ফলে সারাদিনই অফুরন্ত সময় জাভি হার্নান্ডেজের (Xavi Harnandez) হাতে। স্পেনকে বিশ্বকাপ (FIFA World Cup) জেতানো এই প্রাক্তন ফুটবলার সময় কাটান ফুটবল দেখে। নিয়মিত ভারতীয় ফুটবলও দেখেন তিনি। এই স্প্যানিশ মহাতারকা। আর বিশ্বের প্রথম সারির বিভিন্ন লিগের পাশাপাশি ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচও দেখেন জাভি।

আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছেআইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2025,
  • अपडेटेड 5:15 PM IST

পেশাদার ফুটবল কেরিয়ার শেষ করেছেন অনেক আগেই। কোচ হিসাবে কাজ শুরু করলেও, এখন সে কাজও করছেন না কোথাও। ফলে সারাদিনই অফুরন্ত সময় জাভি হার্নান্ডেজের (Xavi Harnandez) হাতে। স্পেনকে বিশ্বকাপ (FIFA World Cup) জেতানো এই প্রাক্তন ফুটবলার সময় কাটান ফুটবল দেখে। নিয়মিত ভারতীয় ফুটবলও দেখেন তিনি। এই স্প্যানিশ মহাতারকা। আর বিশ্বের প্রথম সারির বিভিন্ন লিগের পাশাপাশি ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচও দেখেন জাভি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসর জীবন নিয়ে মুখ খুলেছেন জাভি। ২০১৯ সালে ফুটবলার জীবন শেষ করেন তিনি। তারপর কোচিংয়ে আসেন। ২০২৪ সালে বার্সেলোনার কোচের পদ ছাড়ার পর আর কোনও ক্লাবের দায়িত্ব গ্রহণ করেননি। বরং এখন বাড়িতে বসে বিভিন্ন ফুটবল ম্যাচ দেখে সময় কাটান তিনি। নিজেই বলছিলেন, 'আমি সারাদিন ফুটবল দেখতে পারি। ২৪ ঘণ্টাই। বউ তো বিরক্ত হয়ে যায়। একদিনে আটটা ম্যাচও দেখেছি। আমি এক-একদিন এক-একটা দলের খেলা চালিয়ে বসে থাকি। পরপর দেখি কোন কোচ কীভাবে তাঁর দলকে খেলাচ্ছেন? কোন প্লেয়ারকে কীভাবে ব্যবহার করছেন। অন্যদের খেলা দেখে শেখার চেষ্টা করি সবসময়ই।' অবসর সময়ে ঠিক কোন কোন লিগ দেখেন জাভি? 

তাঁর জবাব, "সবচেয়ে বেশি লা লিগা। তারপর প্রিমিয়ার লিগ। ফ্রেঞ্চ লিগ বেশি দেখা হয় না। তবে পিএসজি আর মার্শেইয়ের খেলা দেখি। ইতালিতে কোমো। কারণ ওখানে আমার দুই বন্ধু আছে, সেস ফাব্রেগাস ও সের্গি রবার্তো। বন্ধুত্বের জন্যই সৌদি আর কাতারের লিগ দেখি। পানামার লিগও। আর মাঝে মধ্যে ভারতীয় লিগেও চোখ রাখি। কারণ ওখানে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন।'

সদ্য সমাপ্ত আইএসএলে সব মিলিয়ে জনা প্রাক্তন স্প্যানিশ কোচ দায়িত্ব সামলেছেন। এর মধ্যে ইস্টবেঙ্গলের কার্লেস কুয়াদ্রাত ও অস্কার ব্রুজো এবং মোহনবাগানের জোসে মলিনাও আছেন। ফলে স্প্যানিশ কোচদের সূত্রে এখন জাভির 'ওয়াচলিস্টে' যে ইস্টবেঙ্গল-মোহনবাগানেরও আছে, বলে দেওয়াই যায়।

Read more!
Advertisement
Advertisement