কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠানে অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। 'GOAT ইন্ডিয়া ট্যুর ২০২৫' চলাকালীন সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলা নিয়ে ভুটিয়া বলেন,'এটা দুর্ভাগ্যজনক। 'ভিআইপি সংস্কৃতি' ছিল। ভিআইপিদের সামলাতে বেশি সমস্যা হয়েছে আয়োজকদের'।