একে একে আসতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা। সমর্থকদের মনে আবার জাগছে আশার আলো। জয় গুপ্তা, বিপিন সিংদের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন সিবলে বা মিগুইয়েলরা সেটাই দেখার। তবে এ বারের দল গঠনের কাজে যে সমর্থকরা খুশি তা বোঝা গেল রবিবারই। প্রচুর সমর্থক এসেছিলেন রবিবারের বিকেলে। ৪টে থেকে ৬টা অবধি চলা এই অনুশীলনে সমানে ক্লাবের ফুটবলারদের উৎসাহ দিয়ে গেলেন সমর্থকরা। গত মরসুমে আশা জাগিয়েও স্বপ্নপূরন হয়নি। তবে এবার ফের আশায় বুক বাধছেন লাল-হলুদ সমর্থকরা। সেই বার্তাই দিচ্ছে বিমানবন্দর বা অনুশীলনে আসা সমর্থকরা।