রাতে এসেই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন মহম্মদ রশিদ। সঙ্গে ছিলেন দিমিত্রিয়াস ডিমানটাকোসও। গভীর রাতে কলকাতায় এসে পৌঁছান দুই বিদেশি তারকা। আর শুক্রবার বিকেলে মূল দলের অনুশীলনে যোগ দিলেন প্যালেস্তাইনের তারকা মিডফিল্ডার। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হয়ত বিদেশীদের নামাবে না ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয় ম্যাচে এই দুই তারকা মাঠে নামতে পারেন বলে সূত্রের খবর। গত মরসুমে একেবারেই ভাল খেলতে পারেননি গ্রীক স্ট্রাইকার। এবার তাই ঘুরে দাঁড়াতে মরিয়া ডিমানটাকোস।