ডার্বি পিছিয়ে গিয়েছে এক সপ্তাহ। এই সময়ের মধ্যে কল্যাণী স্টেডিয়ামে দ্রুত বড় ম্যাচের পরিকাঠামো তৈরি করে ম্যাচ আয়োজনে নেমে পড়েছে আইএফএ। শনিবার থেকেই ডার্বির টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। এবারের ডার্বিতে বেশকিছু চমক থাকছে বলে ঘোষণা করেছে আইএফএ।