ডার্বিতে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর তারপরেই চির প্রতিদ্বন্দ্বীকে খোঁচা সবুজ-মেরুনের দুই কর্তার। ইস্টবেঙ্গলের কাছে আগের দুই ডার্বিতে হার নিয়ে ভাবতেই নারাজ দুই কর্তা। শুনে নিন কি বললেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু।