২০০৫-০৬ সালে নিজের কেরিয়ারের মধ্যগগনে থাকলেও মেহতাব হোসেন চোট পান। চোট এতটাই গুরুতর ছিল যে তিনি মাঠে আর আদৌ নামতে পারবেন কি না সেটা নিয়ে সন্দেহ ছিল। কলকাতার বড় ক্লাবগুলোও ধরে নিয়েছিল মেহতাব আর কামব্যাক করতে পারবেন না। কিন্তু সবাইকে মিথ্যে প্রমাণিত করে কামব্যাক করেছিলেন তিনি। কীভাবে সম্ভব হয়েছিল? সেই গল্প শোনালেন মেহতাব হোসেন।