মোহনবাগান সুপারজায়ান্ট আইএসএলে ডাবল সম্পূর্ন করেছে। লিগ শিল্ড জয়ের পরে আইএসএল কাপও সবুজমেরুনের ঘরে। আর এনিয়েই এদিন সৌরভ বলছেন, “মোহনবাগান শক্তিশালী দল। ২০১৪ সাল থেকে আমরা আইএসএলে ভালো ফল করে আসছি। এবারের সাফল্য সেই ধারাবাহিকতার ফসল। ” পয়লা বৈশাখের সকালে কলকাতা ময়দানে পৌঁছন সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটের কোনও কাজে নয়। বার পূজোর সকালে সৌরভ গাঙ্গুলী লেসলি ক্লডিয়াস সরণিতে এরিয়ান ক্লাবের তাঁবুতে এসেছিলেন সভাপতি হিসেবে।